বিজ্ঞাপন

ইবিএল’র নিরাপত্তাকর্মী খুন, দায় স্বীকার করল আসামি

May 24, 2018 | 4:53 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর সেনানিবাস এলাকায় ইস্টার্ন ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এটিএম বুথের নিরাপত্তাকর্মী শেখ তাহেদুল ইসলাম নূর নবীকে হত্যা দায় স্বীকার করেছেন রাসেল শেখ নয়ন।

বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে রাসেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান রাসেলকে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদারের আদালতে হাজির করেন। জবানবন্দি রেকর্ড শেষে রাসেলকে কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার (২৩ মে) দুপুরে কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মনজুর মেহেদী ইসলাম জানান, নূর নবী রাসেলের পূর্ব পরিচিত ছিল। গত বছরের জুলাই মাসে বাগেরহাট পিসি কলেজের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে নৌকা বাইচ দেখতে গেলে তাদের মধ্যে বিবাদ হয়। নূর নবী ও তার বন্ধুরা নয়নকে মারধর করে। এরপর ঢাকায় এসে নয়ন একটি কোম্পানিতে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি নেয়।

বিজ্ঞাপন

“গত ২০ মে রাতে নূর নবী ওই বুথে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। রাসেল নিয়োগ বিজ্ঞপ্তির পোস্টারিং করছিলেন। ইবিএল’র ওই বুথে নূর নবীকে দেখে রাসেল ক্ষিপ্ত হন। গত বছরের বিষয় নিয়ে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর হাতাহাতি। একপর্যায়ে আনুমানিক রাত ৩টা ৪০ মিনিটের দিকে রাসেল ছুরি দিয়ে নূর নবীকে জখম করেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর বুথের লাইট নিভিয়ে ছুরিটি পাশের ড্রেনে ফেলে দিয়ে খুলনা পালিয়ে যান রাসেল।”

মঙ্গলবার (২২ মে) রাতে খুলনার সোনাডাঙ্গা থেকে রাসেলকে আটক করে র‌্যাব-১। এদিন জবানবন্দিতে এসব তথ্য স্বীকার করেন রাসেল।

এদিকে হত্যার রাতেই নূর নবীর বাবা শেখ আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে মামলা করেন।

বিজ্ঞাপন

ইবিএল ব্যাংকের বুথের নিরাপত্তাকর্মীকে হত্যা

সারাবাংলা/এআই/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন