বিজ্ঞাপন

ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হলেও এলাকা ঠিক হয়নি: ইসি সচিব

November 17, 2018 | 6:57 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: নগর এলাকায় ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের সিদ্ধান্ত হলেও এলাকা এখনও নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ।

শনিবার (১৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রামে এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। নগরীর এস এস খালেদ সড়কে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে দুই দিনব্যাপী এক কর্মশালা হয়েছে। ইউএনডিপি ও ইউএনওমেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সহায়তায় ‘জেন্ডার এন্ড ইলেকশন’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে।

চট্টগ্রামের কোন কোন কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে জানতে চাইলে তিনি বলেন, ‘কমিশন সিদ্ধান্ত নিয়েছে, শহর এলাকায় হবে। তবে কোথায় তা নির্ধারণ হয়নি।’

বিজ্ঞাপন

এসময় এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘নির্বাচন পেছানোর আর কোনো সুযোগ নেই। ৩০ ডিসেম্বরই নির্বাচন হবে।’

ইসি সচিব জানান, ১৮ নভেম্বর মধ্যরাতের মধ্যে ব্যানার–ফেস্টুনসহ সব প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিজ নির্বাচনী এলাকা ছাড়া অন্য এলাকায় মন্ত্রীরা প্রটোকল পাবেন বলেও জানান ইসি সচিব।

তিনি বলেন, ‘মনোনয়ন দাখিল না হওয়া পর্যন্ত তারা যে প্রার্থী (মন্ত্রী-এমপি), এটা আমরা বলতে পারি না। এর আগে পর্যন্ত সরকারি কাজে, প্রকল্প পরিদর্শনে তারা সরকারি প্রটোকল ও প্রটেকশন পাবেন। এরপরে যখন প্রার্থী হবেন তখন সরকারি প্রটোকল, প্রটেকশন ও গাড়ি নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় ব্যবহার করতে পারবেন না। তবে অন্য এলাকায় প্রটোকল পাবেন।’

বিজ্ঞাপন

ঢাকার নয়াপল্টনে সংঘাতের ঘটনায় রোববার আইজিপির প্রতিবেদন পাওয়ার আশা করছে নির্বাচন কমিশন। ইসি সচিব বলেন, ‘এ ঘটনায় প্রতিবেদন পাঠাতে আইজিপিকে চিঠি দিয়েছি। আশা করি আগামীকাল পাব। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকরা এবারও ভোটাধিকার পাচ্ছেন না বলে জানিয়েছেন ইসি সচিব। হেলালুদ্দীন আহমদ বলেন, ‘প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি আমাদের আইনে নেই। প্রস্তাব এসেছে, তবে এটা এখন অসম্ভব। কারণ আমাদের দেশে একযোগে ৩০০ আসনে নির্বাচন হয়।’

কর্মশালায় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানু্জ্জামান, বেসরকারি উন্নয়ন সংস্থা ইলমা’র নির্বাহী প্রধান জেসমিন সুলতানা পারু, চট্টগ্রামের জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন