বিজ্ঞাপন

ইরানে বাস ও তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে ২১ জনের মৃত্যু

September 18, 2018 | 8:45 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

ইরানের মধ্যাঞ্চলে তেলবাহী ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী এক বাসের সংঘর্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ কথা জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সোয়া ১১টায় রাজধানী তেহরান থেকে ২শ’ কিলোমিটার দক্ষিণে কাশান ও নাতানজ এর সঙ্গে সংযোগকারী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশের কমান্ডার জেনারেল মোহাম্মদ হোসেইন হামিদি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ট্যাংকারটি বাঁক নিতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয় এবং তাতে দুটি পরিবহণেই আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ২১ জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিশ্বে ইরানেই সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। মূলত দুর্বল সড়ক ব্যবস্থাপনা, বেপরোয়া গাড়ি চালানো এবং মার্কিন অবরোধের কারণে স্থানীয়ভাবে তৈরি নিম্নমানের পরিবহণ সরঞ্জামও এর জন্যে দায়ী।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন