বিজ্ঞাপন

ইরান-যুক্তরাষ্ট্রের পার্টাপাল্টি হুমকি

January 13, 2018 | 7:12 pm

আন্তর্জাতিক ডেস্ক

বিজ্ঞাপন

ইরান তার ছয় বিশ্বশক্তির সঙ্গে করা চুক্তিতে কোন পরিবর্তন করবে না জানিয়ে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও কোন ধরনের ব্যবস্থা নেবে সে বিষয়ে উল্লেখ করেনি।

ইরান ২০১৫ সালে ছয়টি দেশের সঙ্গে পারমাণবিক বিষয়ক চুক্তি করে। প্রেসিডেন্ট ট্রাম্প যার সবচেয়ে বড় সমালোচক।

বিজ্ঞাপন

তবে সমালোচনা করলেও ‘চুক্তি অনুসারেই ইরানে ত্রান সরবরাহ অব্যাহত থাকবে।’ বলে জানিয়েছেন ট্রাম্প।

চুক্তির বিষয়ে হোয়াইট হাউজও চায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো পারমাণবিক ইস্যুতে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করুক।

ইরানের পররাষ্ট্র মন্ত্রনালয় তার বিবৃতিতে আরও জানিয়েছে, ‘ট্রাম্প সরকার তার চূড়ান্ত সীমা অতিক্রম করেছে যেটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

ট্রাম্প প্রশাসন এর আগেও ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ পদক্ষেপ নিলেও ব্যর্থ হয়েছে বলেও জানানো হয় ওই ‍বিবৃতিতে। পারমাণবিক চুক্তির আওতায় ইরান বিশ্বের ছয়টি ক্ষমতাধর দেশের সঙ্গে পারমাণবিক অস্ত্র হ্রাসের চুক্তি করে।

ডোনাল্ড ট্রাম্প বরাবরের মতো সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার করা ওই চুক্তির সমালোচনা করে, ‘এ যাবৎ কালের সবচেয়ে বাজে চুক্তি’ বলে উল্লেখ করেছেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রায়াবকভ ইরান ইস্যুতে ট্রাম্পের বক্তব্যকে অত্যন্ত নেতিবাচক বলে মন্তব্য করেছেন।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন