বিজ্ঞাপন

ঈদে ঢাকায় মুক্তি পাচ্ছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’

June 12, 2018 | 7:03 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

সিনেমাপ্রেমীদের জন্য ঈদের নতুন চমক হলো হলিউডের জনপ্রিয় ফিল্ম সিরিজ ‘জুরাসিক ওয়ার্ল্ড’। সারা বিশ্বের দর্শকদের আগে বাংলাদেশের দর্শকরা দেখতে পাবেন ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’। আন্তর্জাতিকভাবে ছবিটি মুক্তি পাবে ২২ জুন। আর বাংলাদেশে মুক্তি পাবে ১৫ জুন। ঈদ উপলক্ষে ঢাকার স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে ছবিটি।

স্টিভেন স্পিলবার্গ পরিচালিত কল্পবিজ্ঞান ঘরানার চলচ্চিত্র জুরাসিক পার্ক। মাইকেল ক্রিকটনের উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজের প্রথম চলচ্চিত্র মুক্তি পায় ১৯৯৩ সালে। বিপুল সাড়া জাগানো ছবিটি এ যাবৎ প্রায় ১০০০ মিলিয়ন ডলার আয় করেছে। চলতি বছর ‘জুরাসিক পার্ক’ সিনেমার ২৫ বছর পুর্তি হতে চলেছে।

১৯৯৭ সালে ‘দ্য লস্ট ওয়ার্ল্ড’ নামে জুরাসিক পার্ক-এর দ্বিতীয় পর্ব মুক্তি পায়। ২০০১ সালে মুক্তি পায় ‘জুরাসিক পার্ক ৩’। এরপর বড় একটা বিরতি দিয়ে ১৪ বছর পর ২০১৫ সালে মুক্তি পায় জুরাসিক পার্ক সিরিজের নতুন সংস্করণ ‘জুরাসিক ওয়ার্ল্ড’। তিন বছর পরেও ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ব্যবসার দিক দিয়ে এখনো বিশ্বে চতুর্থ অবস্থানে।

বিজ্ঞাপন

জুরাসিক ওয়ার্ল্ড-এর প্রথম ছবির কাহিনী যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হয়েছে ফলেন কিংডমের কাহিনী। এবারের ছবিটির পরিচালনায় পরিবর্তন এলেও বরাবরের মতোই ছবিটির কার্যনির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন স্টিভেন স্পিলবার্গ। এবার পরিচালনার দায়িত্ব পালন করেছেন জে এ বায়োনা। আগের ছবিটির মতো এবারও এর কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন ব্রাইস ডালাস হাওয়ার্ড এবং ক্রিস প্যাট।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন