বিজ্ঞাপন

ঈর্ষান্বিতরাই রিয়ালের জয়ে অখুশি: জিদান

April 15, 2018 | 5:30 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

খেলা প্রায় শেষ, অতিরিক্ত সময়ের অপেক্ষা বার্নাব্যুতে বাড়ছে স্নায়ুচাপ। এমন সময় পেনাল্টি পেল রিয়াল মাদ্রিদ, লাল কার্ড দেখলেন বুফন। স্পটকিক থেকে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যে পেনাল্টি নিয়ে বিতর্ক চলছে এখনো। এ প্রসঙ্গে এবার মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। ক্লাবটির এমন সাফল্যে অনেকে ঈর্ষান্বিত হয়ে এসব করছেন বলে মনে করছেন ফ্রান্স কিংবদন্তি।

কোয়ার্টার ফাইনালের এই পেনাল্টি নিয়ে বিতর্ক যেমন ছড়িয়েছে, তেমনি ইতালি এবং স্প্যানিশ গণমাধ্যমগুলোও করেছে সমালোচনা। রোববার (১৫ এপ্রিল) রাতে মালাগার বিপক্ষে মাঠে নামছে রিয়াল। এর আগে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেনাল্টি বিতর্কের জবাব দিয়েছেন জিদান, ‘পেনাল্টি নিয়ে বিতর্কে আমি হতাশ হয়েছি। বিতর্ক এখানেই বন্ধ করা উচিৎ। আমি বিশ্বাস করতে পারছি না মানুষ এভাবে সমালোচনা করছে।’

কোয়ার্টার ফাইনালে ম্যাচের ৯৩তম মিনিটে গোলমুখের সামনে রিয়ালের লুকাস ভাসকেজকে ফাউল করেন জুভিদের মেদহি বেনাতিয়া। পেনাল্টির বাঁশি বাজান রেফারি অলিভার। পেনাল্টির সিদ্ধান্ত মানতে না পেরে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে। এরপর পেনাল্টি শট নেন রোনালদো। এই গোলেই জুভেন্টাসের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে সেমিতে জায়গা করে নিয়েছিল রিয়াল।

বিজ্ঞাপন

দলের যোগ্যতাই যে রিয়াল সেমিতে জায়গা দিয়েছে সেটাও বলে রাখলেন রিয়াল কোচ, ‘আমি সবসময় আমার খেলোয়াড়দের পক্ষে। আমরা যোগ্যতা রাখি এতে কোনো সন্দেহ নেই। ভালো খেলেই সেমিতে উঠেছি।’

লা লিগায় চলতি মৌসুমে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১৮ পয়েন্ট পিছিয়ে পয়েন্ট তালিকার চারে আছে রিয়াল। তবে চ্যাম্পিয়নস লিগে নিজেদের জায়গাটা অনেক ওপরে বলে জানিয়ে রাখলেন রিয়াল কোচ, ‘মানুষ যা বলছে, আমরা তা থামাতে পারবো না। আমাদের কাজ হবে এখন যা করছি সেটাই করা। যে যাই বলুক বা লিখুক, কেউ ক্লাবের ইতিহাস বদলে দিতে পারবে না। সেরাটা মানতেই হবে।’

এখন পর্যন্ত ১২বার শিরোপা ঘরে নিয়েছে রিয়াল। গত দুই মৌসুমে শিরোপা নিজেদের করে চলতি মৌসুমেও নিজেদেরকে এগিয়ে রেখেছে তারা। এবারের শিরোপা জিতে নিতে পারলে টানা তিনবার শিরোপা ঘরে পাবে রিয়াল।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন