বিজ্ঞাপন

উইলিয়ামসনের ১৮’র হাতছানি, ব্রডের ৪০০ শিকার

March 22, 2018 | 3:09 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ইংল্যান্ডকে মাত্র ৫৮ রানে গুটিয়ে দেওয়া নিউজিল্যান্ড প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে তুলেছে ১৭৫ রান। হাতে ৭ উইকেট রেখে কিউইরা এগিয়ে ১১৭ রান। টেস্ট ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ৯১ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন উইলিয়ামসন। টেস্টে ৪০০ উইকেটের মালিক হয়েছেন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড।

১৯৫৫ সালের মার্চে টেস্ট ইতিহাসের ৪০২তম ম্যাচে ইংল্যান্ডের কাছে ২৬ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। আজ টেস্ট ইতিহাসের ২২৯৯তম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। ইংলিশদের অবশ্য এর চেয়েও বেশি লজ্জার রেকর্ড আছে। টেস্ট ইতিহাসের ২৫তম ম্যাচে ১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে ইংলিশরা করেছিল মাত্র ৪৫ রান।

নিউজিল্যান্ডের অকল্যান্ডে শুরু হওয়া ম্যাচটি হচ্ছে দিবারাত্রির। এই প্রথম ডে-নাইট টেস্ট ম্যাচ খেলতে নেমেছে কিউইরা। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। ক্রেইগ ওভারটন ২৫ বলে ৫টি চার আর একটি ছক্কায় করেন অপরাজিত ৩৩ রান। ১১ রান করেন মার্ক স্টোনম্যান।

বিজ্ঞাপন

অ্যালিস্টার কুক, জো রুট, ডেভিড মালান, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, মঈন আলি, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড আর জেমস অ্যান্ডারসন কেউই ৫ রানের বেশি করতে পারেননি। ০ রানেই ফেরেন পাঁচ ব্যাটসম্যান। উইকেটের পতন ঘটে দলীয় ৬, ৬, ১৬, ১৮, ১৮, ১৮, ২৩, ২৩, ২৭ এবং ৫৮ রানের মাথায়।

নিউজিল্যান্ড দুই বোলার ব্যবহার করেই ১০টি উইকেট তুলে নেয়। টিম সাউদি ১০.৪ ওভারে ৩২ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট। আর ১০ ওভারে ২৫ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। ২০.৪ ওভারই ছিল ইংলিশদের দৌড়াত্ম।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ওপেনার জীত রাভাল ৩ রান করে বিদায় নেন। আরেক ওপেনার টম ল্যাথাম করেন ২৬ রান। মাঝে ২০ রান করে সাজঘরে ফেরেন রস টেইলর। ১৭৭ বলে ১০ চার, এক ছয়ে ৯১ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন। ২৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন হেনরি নিকোলস।

বিজ্ঞাপন

টেস্ট ক্যারিয়ারের ১১৫তম ম্যাচ খেলতে নেমে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড ৪০০ উইকেটের দেখা পেয়েছেন। টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ব্রড রয়েছেন ১৫ নম্বরে। ইংলিশদের হয়ে দ্বিতীয়। ৫২৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি জেমস অ্যান্ডারসন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন