বিজ্ঞাপন

উড়তে থাকা ফেদেরারের সহজ ফর্মুলা

December 30, 2017 | 3:06 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

২০১৬ সালে চোটের জন্য প্রায় অনেকটা সময়ই কোর্টের বাইরে কাটিয়েছেন টেনিসের সব পাওয়া রজার ফেদেরার। ২০১৭ সালের প্রথম দিকে অস্ট্রেলিয়ার পার্থে হপম্যান কাপ টেনিস দিয়ে কোর্টে ফেরেন ফেদেরার। বছরের শেষে সেই হপম্যান কাপ মঞ্চে আবার ফিরেছেন উড়তে থাকা ফেদেরার।

ইনজুরি থেকে দুর্দান্তভাবে কিভাবে ফিরেছিলেন ফেদেরার সেই গল্প শুনিয়েছেন তিনি। তিনি জানান, ‘সত্যি বলতে কী, ৩৬-৩৭ বছর বয়সে এসে আমি যে এ রকম টেনিস খেলতে পারব, তা ভাবিনি। আমার ফর্মুলাটা সহজ ছিল। সুস্থ থাকা, ফিট থাকা। চেষ্টা করেছি খেলাটাকে সব সময় উপভোগ করতে। আর দেখেছি যাতে ঠিকমতো বেছে বেছে টুর্নামেন্টগুলো খেলতে পারি।’

এই বয়সে যখন অন্য টেনিস তারকারা অবসরে চলে যাচ্ছেন, তখন ক্যারিয়ারের শুরুর মতোই খেলে যাচ্ছেন ফেদেরার। এ ব্যাপারে তিনি যোগ করেন, ‘আপাতত অবসরের কোনো ভাবনা নেই। এই বয়সে এসেও আমি টেনিস উপভোগ করে চলেছি। যেদিন উপভোগ করব না, সেদিন বিদায় নেব; কিন্তু সেই দিনটা এখনও আসেনি।’

বিজ্ঞাপন

নিজের ধারাবাহিক পারফর্ম ধরে রাখতে চান ফেদেরার। পার্থে হপম্যান কাপ টেনিস টুর্নামেন্টে ভক্ত-সমর্থকদের জন্য নিজের সেরাটাই দেবেন বলে জানালেন তিনি, ‘অফ সিজনে আমি কয়েকটা জিনিসের ওপর নজর দিয়েছিলাম। যেমন আরও আগ্রাসী হওয়া, নিজের সার্ভে পয়েন্ট তোলা। দেখা যাক এবার কোর্টে কী হয়।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন