বিজ্ঞাপন

উড়োজাহাজ দুর্ঘটনা : ঢামেকে ভর্তি ৩ জনের অবস্থা সংকটাপন্ন

March 20, 2018 | 5:03 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় দেশে ফিরে আসা আহত সাতজনের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

উড়োজাহাজ দুর্ঘটনায় আহতরা হলেন, শাহরিন আহমেদ, কবির হোসেন, শাহীন ব্যাপারী, মেহেদী হোসেন মাসুম, আলিমুন নাহার অ্যানি, কামরুন নাহার স্বর্ণা, সৈয়দ রাশেদ রুবাইয়াত। এর মধ্যে প্রথম তিনজনের অবস্থা গুরুতর। এদিকে মেহেদী ও অ্যানিকে তার স্বজনরা মঙ্গলবার হাসপাতাল থেকে বাসায় নিয়েছেন।

বিজ্ঞাপন

‘হাসপাতাল থেকে বাসায় যাওয়া ওই দুইজন হাসপাতালে ফিরে আসবেন’ বলে জানান সামন্ত লাল সেন।

বার্ন ইউনিটের সমন্বয়ক জানান, গত রাত (মঙ্গলবার) থেকে কবির হোসেন ও শাহরিনের শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছিল, তাই তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। অপর আহত শাহিন ব্যাপারীকেও আইসিইউতে রাখা হয়েছে। কবিরের পা ভাঙা, শাহরিনের ডিপ বার্ন রয়েছে। তাদের অবস্থা ক্রিটিক্যাল। আমরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।’

তিনি বলেন, ‘আগামীকাল (বুধবার) সকালে শাহরিন ও শাহীনের অস্ত্রোপচার হবে। হাসপাতালে ভর্তি অপর দুই রোগী কামরুন নাহার স্বর্ণা ও সৈয়দ রাশেদ রুবাইয়াত মোটামুটি সুস্থ আছেন।’

বিজ্ঞাপন

গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হন।

উড়োজাহাজ দুর্ঘটনায় আহত হন ১০ বাংলাদেশি। এর মধ্যে ৭ জনকে নেপাল থেকে ঢাকায় আনা হয়েছে। বাকি তিনজনের দুইজন ইমরানা কবির হাসি, রেজওয়ানুর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, ইয়াকুব আলীকে দিল্লীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১৫ মার্চ শাহরিন আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পর্যায়ক্রমে বাকি আহতদেরও আনা হয়।

এছাড়া গতকাল (মঙ্গলবার) নেপাল থেকে ঢাকায় আনা হয় শনাক্ত হওয়া ২৩ বাংলাদেশির মরদেহ। ঢাকার আর্মি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/জেএ/একে

আরও পড়ুন

ঢাকার পথে কফিনবাহী বিমান
নেপাল থেকে মরদেহ আসছে আজ, জানাজা আর্মি 
মেন্টাল ট্রমায় শাহরিন,শারীরিক অবস্থা স্থিতিশীল
বৃহস্পতিবার সারাদেশে শোক, শুক্রবার প্রার্থনা
কটেশ্বরের দমকা পাহাড়ি হাওয়া কেড়ে নিলো ৫১ প্রাণ!
নেপালের বিমানবন্দরে ৭০টির বেশি দুর্ঘটনা
পরিবারগুলোর জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি : প্রধানমন্ত্রী
কাঠমান্ডুর প্লেন দুর্ঘটনায় জাতিসংঘের শোক
নেপালে গেল বাংলাদেশের মেডিকেল টিম
৭ জনকে ছাড়পত্র, দেশে ফিরছেন ৪ জন
দেশে ফিরছে শাহরিন, রেজওয়ানুল ভর্তি সিঙ্গাপুরে
তদন্তে লাগতে পারে দীর্ঘ সময় : সিভিল অ্যাভিয়েশন
ঢামেকে নেওয়া হচ্ছে শাহরিনকে, প্রস্তুত আইসিইউ
দেশে ফিরছেন আরও ৩ জন
উড়োজাহাজ দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া-প্রার্থনা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন