বিজ্ঞাপন

এককভাবে সূর্যের দিন

September 23, 2018 | 9:41 am

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

বিজ্ঞাপন

সূর্যের অবস্থা ক্লাসের ফার্স্ট হওয়া স্টুডেন্টদের মতো হয়েছে। একদম অপ্রতিরোধ্য। তার তাপে নিম্নচাপ গেলো, সাইক্লোন গেলো। কেউ তাকে ঠিক কাবু করতে পারছে না।

নিম্নচাপ সাইক্লোনেই যেহেতু সূর্যের কিছু হয়নি আজকে আরও কিছু হবে না। আজকের দিনটা এককভাবে সূর্যের।

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা আছে, কোনো মৌসুমি বায়ু নিম্নচাপ বাংলাদেশের উপরে সক্রিয় নেই। আকাশে মেঘ নেই। মেঘে পানি নেই, সূর্যের আনন্দের শেষ নেই।

বিজ্ঞাপন

তো আজকে সারাদিন শুধু রোদ রোদ আর রোদ। ঐদিকে আপেক্ষিক আর্দ্রতা ৭০ শতাংশ। মানে রোদে ঘাম, আর সেই ঘাম না শুকিয়ে আরেক যন্ত্রণা!

তাই আজকের দিনে পানি খেয়ে একদম তৈরি হয়ে থাকতে হবে যেন ঘামে কষ্ট কম হয়। মেঘের ছায়া মোটেই পাওয়া যাবে না, পাওয়া গেলেও তা সাময়িক তাই সানস্ক্রিন আর ছাতা তো অত্যাবশ্যক।

যাক, যেমনই হোক, দিনটা দেন নিরাপদে কাটে এটাই এখন প্রত্যাশা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন