বিজ্ঞাপন

‘একজনকে নিয়ে বেশি ভাবাটা নেতিবাচকতা’

May 26, 2018 | 4:52 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

এমনিতেই আফগানিস্তান সিরিজের প্রস্তুতিতে বাংলাদেশের দলীয় শক্তি নিয়ে না যতটা, তার চেয়ে অনেক বেশি কথা হচ্ছে রশীদ খানকে নিয়ে। বিশেষ করে কাল আইপিএলে যেভাবে দলকে ফাইনালে তুলেছেন, টেন্ডুলকারই তাঁকে টি-টোয়েন্টির এক নম্বর স্পিনার বলে দিচ্ছেন। বাংলাদেশের সবচেয়ে বড় হুমকি এই লেগ স্পিনার, সেটাও আলাদা করে বলা নিষ্প্রয়োজন। তবে তামিম রশীদকে নিয়ে এতো কাঁটাছেড়া করতে চাইছেন না। বরং প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবলে নিজেদের খেলাটা ভুলে যেতে পারেন, সেটাও মনে করিয়ে দিচ্ছেন।

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে গত মৌসুমেই রশীদকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন তামিম। সেবার রশীদ ভালোই করছিলেন, কিন্তু এবারের আইপিএলে যেন ছাড়িয়ে যাচ্ছেন সবকিছু। আজ (২৬ মে, শনিবার) মিরপুরে তামিমও এই আফগান লেগ স্পিনারের দুই সময়ের পার্থক্যটা ধরতে পারছেন, ‘ওর কুইক আর্ম অ্যাকশনটাই সবচেয়ে কঠিন ব্যাটসম্যানদের জন্য। আরেকটি ব্যাপার, ৬ মাস আগে হয়ত ওর অ্যাকুরেসি এত ভালো ছিল না। এখন সেখানেও উন্নতি করেছে, খুব অ্যাকুরেট। আর সাফল্যও পাচ্ছে। বিশ্বের সেরা সব ব্যাটসম্যানকে বিভ্রান্ত করছে। খুব ভালো বোলিং করছে। কিন্তু এমন নয় যে ওকে খেলাই যাবে না। আমরা যদি নিজেদের ভালো ভাবে মেলে ধরতে পারি, কেন নয়! আর আমি এমন নই যে একজনের প্রতিই মনোযোগ দেবো। কারণ ওদের দলে আরও অনেক ভালো ভালো ক্রিকেটার আছে। অনেক ভালো ভালো বোলার আছে। শুধু একজনের দিকেই মন দেওয়া মানে আগে থেকেই নেতিবাচক মানসিকতা নিয়ে যাওয়া।’

রশীদকে নিয়ে এতো কথা কি তাহলে নেতিবাচক মনোভাবের প্রকাশ? তামিম সেরকমই মনে করছেন, ‘শুধু রশিদ নয়, বেশি কোনো কিছু নিয়ে চিন্তা করলে অনেক সময় পারা জিনিসগুলোও পারা যায় না। কারণ এটা নিয়ে অতি চিন্তা করছেন। যেটা বললাম সে অবশ্যই ভালো বোলার। হয়ত ক্যারিয়ারের সেরা বোলিং করছে এখন। সবই ঠিক আছে। কিন্তু ওকে নিয়ে চিন্তা না করে নিজেদেরকে নিয়ে ভাবাই আমাদের জন্য বেশি ভালো হবে।’

বিজ্ঞাপন

আইপিএলে সাকিব অবশ্য খেলেছেন রশীদের সঙ্গে, কাছ থেকেই দেখেছেন এই আফগান স্পিনারকে। তামিম অবশ্য মনে করছেন না, সেটা বড় কোনো সুবিধা হবে, ‘অনেক সময় কথা বলে (সাকিবের সঙ্গে) আইডিয়া পাওয়া যায়, কিন্তু তfর মানে এই নয় যে সব বুঝে যাবেন। তাই যদি হতো, তাহলে তো সে এত ভালো পারফর্ম করতে পরতো না আইপিএলে। নির্ভর করে নির্দিষ্ট দিনের ওপর। উইকেটে কতটা পড়া যাচ্ছে, ওকে কোন পরিকল্পনায় খেলছেন, সেটাই গুরুত্বপূর্ণ। আমরা সব পরিকল্পনা, কৌশল নিয়ে প্রস্তুত থাকতে পারি। কিন্তু মাঠে গিয়ে বাস্তবায়ন করতে না পারলে লাভ নেই। ছোট ছোট তথ্য অবশ্যই সাহায্য করে। কিন্তু আমার কাছে মনে হয়, সবকিছুই নির্ভর করে ওই দিনের ওপর।’

 

সারাবাংলা/এএম/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন