বিজ্ঞাপন

এরশাদের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের বৈঠক

July 17, 2018 | 9:31 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বারিধারায় এরশাদের নিজ বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত শ্রিংলা কথা বলেন। তাদের আলোচনায় পারস্পারিক বিভিন্ন সমস্যা, রোহিঙ্গা ইস্যু, আগামী জাতীয় নির্বাচন ইত্যাদি উঠে আসে বলে দলটির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

বৈঠক সূত্র জানায়, ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা জাতীয় পার্টির চেয়ারম্যানকে বলেছেন, ‘ভারত চায় বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত এবং আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হোক।’ এ সময় ভারতীয় রাষ্ট্রদূত আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পর্টি একটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এরশাদ ভারতীয় রাষ্ট্রদূতকে বলেন, ‘আগামী নির্বাচন বর্তমান সরকারের জন্য কঠিন হবে। বর্তমান সরকারের সময় অনেক উন্নয়ন হয়েছে। তবে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের কারণে অনেক বিতর্ক হয়েছে, সুনাম ক্ষুণ্ন হয়েছে।’

বৈঠকে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়সহ সিনিয়র নেতারা উপস্তিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন