বিজ্ঞাপন

ওয়ানডে অধিনায়ক রুমানা, টি-টোয়েন্টিতে সালমা

April 24, 2018 | 7:30 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে জুলাইয়ে পেরুতে হবে বাছাইপর্বের বাধা। বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দলকে অবশ্য তার আগেই নিজেদের সামর্থ্যের বড় পরীক্ষা দিতে হবে। পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে মেয়েরা। আজ ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে, ওয়ানডেতে রুমানা আহমেদই থাকছেন অধিনায়ক। তবে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ফিরে পেয়েছেন সালমা খাতুন।

দুই বছর আগে সালমা অধিনায়কত্ব ছেড়েছিলেন টি-টোয়েন্টির, তাঁর জায়গা নিয়েছিলেন জাহানারা। তবে সে বছরই রুমানা হন নতুন অধিনায়ক। ব্যাটনটা আবার চলে এসেছে সালমার হাতে, তবে ওয়ানডেতে অধিনায়ক থাকছেন রুমানাই।

২৯ এপ্রিল দক্ষিণ আফ্রিকা পৌঁছাবে মেয়েদের দল। ৪ মে পচেফস্ট্রুমে খেলবে প্রথম ওয়ানডে। ৬ মে সেখানেই খেলবে দ্বিতীয় ওয়ানডে, ৯ মে শেষ ওয়ানডে খেলবে কিম্বার্লিতে। ১১ মে প্রথম টি-টোয়েন্টি হবে কিম্বার্লিতেই। পরেরটি হবে ব্লুমফন্টেইনে, পরেরটি আবার কিম্বার্লিতে। এরপর আবার ব্লুমফন্টেইনে হবে শেষ দুই টি-টোয়েন্টি, ২০ মে শেষ হবে সফর। ২১ মে দক্ষিণ আফ্রিকা ছাড়বে মেয়েরা।

বিজ্ঞাপন

 

ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য ১৫ জনের দলঃ

রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), সালমা খাতুন (টি-টোয়েন্টি অধিনায়ক), নিগার সুলতানা, ফারজানা হক পিংকি, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আকতার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সোহানা মুশতারি, মুর্শিদা খাতুন, জাহানারা আলম।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এএম/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন