বিজ্ঞাপন

ওয়াসার সেফটি ট্যাংকে নেমে গ্যাসক্রিয়ায় ২ শ্রমিকের মৃত্যু

October 22, 2018 | 2:21 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ওয়াসার পানি শোধনাগার প্রকল্পের সেফটি ট্যাংকে নেমে গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় ওয়াসার প্রকল্পে এই দুর্ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন- নজরুল (৩০) ও ইউসুফ (২২)।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পানি শোধনাগার প্রকল্পের একটি সেফটি ট্যাংকের ঢাকনা খুলে সকালে দুই শ্রমিক সেখানে প্রবেশ করেন। পরে সংজ্ঞাহীন অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির উদ্দিন সারাবাংলাকে বলেন, হাসপতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন। অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে নি:শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন