বিজ্ঞাপন

কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: সিইসি

June 20, 2018 | 6:51 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : গাজী সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘ভোটার ও প্রার্থীরা চাইলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। তাই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য সকলের একান্ত সহযোগিতা দরকার।’

বুধবার (২০ জুন) গাজীপুরে বঙ্গতাজ অডিটোরিয়ামে প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও বিগেডিয়ার জেনারেল (অব.) শাহদাত হোসেন চৌধুরী, ইসি সচিব মো. হেলালুদ্দীন আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সিইসি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার ৮০ দিন অতিবাহিত হয়েছে। এই সময়ের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ অবস্থা চলতে থাকলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন চলাকালীন কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘যে কোনো মূল্যে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে হবে।’ এর জন্য যা যা প্রস্তুতি দরকার নেওয়া হয়েছে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন