বিজ্ঞাপন

কলকাতায় মুক্তি, দেশের সেন্সরে ‘চালবাজ’

April 19, 2018 | 4:21 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত প্রথম কলকাতার চলচ্চিত্র ‘চালবাজ’। সাফটা চুক্তির নিয়ম-কানুন মানতেই অনেকটা সময় লেগেছে ছবিটির সেন্সরে জমা পড়তে। তবে শাকিব ভক্তদের জন্য আনন্দের খবরটি হলো সেন্সরে জমা পড়েছে ছবিটি।

বুধবার (১৮ এপ্রিল) সেন্সরে জমা পড়ে ছবিটি। নিশ্চিত করেছেন ‘চালবাজ’ সিনেমার দেশে আমদানিকারক প্রতিষ্ঠান এন এই আহম্মদ ট্রেডার্সের গোলাম কিবরীয়া লিপু। তিনি বলেন, ‘চালবাজ বুধবার সেন্সরে জমা পড়েছে। তবে সেখানে প্রদর্শনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।’

‘চালবাজ’ সিনেমাটি কবে মুক্তি পেতে পারে? এমন প্রশ্নের জবাবে লিপু বলেন, ‘আমাদের প্রস্তুতি রয়েছে ২৭ এপ্রিলেই ছবিটি মুক্তি দেয়ার। কিন্তু এখন অনেক কিছুই নির্ভর করছে সেন্সর বোর্ডের ছাড়পত্রের ওপর।’

বিজ্ঞাপন

অন্যদিকে সেন্সর বোর্ডের সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান, ২৩ এপ্রিল পর্যন্ত সেন্সর বোর্ডে সিনেমা দেখার যে তালিকা রয়েছে, সেই তালিকায় নেই ‘চালবাজ’ সিনেমার নাম।

‘চালবাজ’ সেন্সরে জমা পড়ার মাধ্যমে ছবিটি মুক্তির দিকে এগিয়ে গেছে আরও এক ধাপ। সেন্সর পেলেই ছবিটি দেশে দেখার জন্য আর কোনো বাধা থাকবে না। তবে সেন্সরে ছবিটি কবে দেখবে, তা এখনো চূড়ান্ত না হওয়ায় ২৭ এপ্রিল মুক্তি নিয়ে এখনো কিছু দ্বিধা রয়ে গেছে।

বিজ্ঞাপন

‘চালবাজ’ সিনেমাটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। ২০ এপ্রিল, শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে কলকাতায়।

সাফটা চুক্তির আওতায় কলকাতার ‘চালবাজ’ সিনেমার বিপরীতে বাংলাদেশের ‘অজান্তে ভালোবাসা’ পাঠানো হবে কলকাতায়। ‘অজান্তে ভালোবাসা’ ছবিটির পরিচালক এ জে রানা। ২০১৬ সালের ১৩ মে মুক্তি পাওয়া ছবিতে অভিনয় করেছেন সাইমন সাদিক, আলিশা প্রধান।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন