বিজ্ঞাপন

কাপড় বিক্রেতা বলেছিলেন, আপনারা নিজের নেতাকেই হত্যা করলেন!

July 21, 2018 | 6:06 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কলকাতায় আমরা যে বাসায় ছিলাম সেখানে এক কাপড় বিক্রেতা আসতেন। তিনি আমার ও রেহানার কথা শুনে বুঝতে পারলেন আমরা বাংলাদেশি। এটি জানার পর ওই কাপড় বিক্রেতা বলেছিলেন, আপনারা কেমন জাতি? যিনি আপনাদের স্বাধীনতা এনে দিলেন সেই নেতাকেই হত্যা করলেন!’

‘আমি ও রেহানা কোনো উত্তর দিতে পারি নাই। আমরা নিজেদের নিয়ন্ত্রণ করে সেদিন চোখের পানি ফেলেছি।’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদের বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছে। অথচ এই খুনিরা দম্ভভরে বলেছিল তারা শেখ মুজিবকে হত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালের আগে বাঙালি ছিল বীরের জাতি। আর ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর সেই বাঙালি হলো খুনি জাতি। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে আমরা আমাদের সম্মান হারিয়েছি।’

শেখ হাসিনা বলেন, ‘৭৫ পরবর্তী ক্ষমতাভোগীরা নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত ছিল। তারা এ দেশের মানুষের ভাগ্য বদলাতে কোনো কাজ করনি। কিছু সুবিধাভোগীর জীবন উন্নত হয়েছে কিন্তু বাংলার মানুষের ভগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমাকে ৭৫ পরবর্তী অনেক ঘাত-প্রতিঘাত অতিক্রম করতে হয়েছে। কিন্তু পিছপা হইনি। জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘৯৬ সালে ক্ষমতায় এসে জাতির পিতার হত্যার বিচার শুরু করেছি। যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করেছি। কিন্তু জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়েছিলেন।’

শনিবার বিকেল ৪টা ৪২ মিনিটে ভাষণ দিতে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আজ বেলা সাড়ে ৩টার দিকে তিনি সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান।

শনিবার সকাল থেকেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ হতে থাকে। মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে জড়ো হতে শুরু করেন।

শেখ হাসিনার গণসংবর্ধনা উপলক্ষে ঢাকা মহানগর ও আশপাশের এলাকা থেকে পরিবহনযোগে ও হেঁটে অসংখ্য নেতা-কর্মী, বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী ও সাধারণ জনগণ এ অনুষ্ঠানে উপস্থিত হন।

বিজ্ঞাপন

গণসংবর্ধনায় অভিনন্দনপত্র পাঠ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

সংবর্ধনা মঞ্চে প্রধানমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, সহযোগী  ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, ঢাকা ঢাকা সিটি করপোরেশনের মেয়রসহ ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সারাবাংলা/এনআর/একে

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা: নেতাকর্মীরা আসছেন বর্ণিল সাজে
স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা আজ
শেখ হাসিনার গণসংবর্ধনা, বন্ধ থাকবে যে সব রাস্তা
সংবর্ধনার প্রয়োজন নেই, আমি জনগণের সেবক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন