বিজ্ঞাপন

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৬৩

April 22, 2018 | 4:15 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

আফগানিস্তানের রাজধানী কাবুলে আলাদা দুটি আত্মঘাতি হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধীক মানুষ।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কাবুলের একটি ভোটার রেজিস্ট্রেশন সেন্টারের প্রবেশপথে এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। আসন্ন অক্টোবরে আইনসভার নির্বাচন উপলক্ষে ওই কেন্দ্রে ভোটার রেজিস্ট্রেশন চলছিল।

আমাক নিউজ এজেন্সির মাধ্যমে ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

বিজ্ঞাপন

আমাকের ওই প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী বিস্ফোরক বেল্ট পরে কাবুলের পশ্চিমাঞ্চলীয় দাস্তে বারচি এলাকার ওই ভবনে গিয়ে বিস্ফোরণ ঘটায়।

 

বিজ্ঞাপন

 

আত্মঘাতী হামলার ঘটনাস্থলের তোলা ছবিতে দেখা গেছে, ওই স্থানে ছোপ ছোপ রক্ত পড়ে আছে এবং অসংখ্য জুতা-স্যান্ডেল ছড়িয়ে ছিটিয়ে আছে।

বশির আহমেদ নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু যারা সেখানে গিয়েছিল জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করতে।

সম্প্রতি ভোটার রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর নাগরিকদের ভোটার রেজিস্ট্রেশন করতে নিরুৎসাহিত করতে সেখানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে আইএস।

বিজ্ঞাপন

এ ব্যাপারে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, সরকারের বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তুলতে সম্প্রতি তালেবান ও আইএস এ ধরণের হামলা চালাচ্ছে।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন