বিজ্ঞাপন

কারাগারে মতিন-নাসির-মোতালেব

January 23, 2018 | 5:26 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা :  ঘুষ নেওয়ার অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিন, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেন ও জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হোসেন মতিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট জিয়ারুল ইসলাম তিন আসামি কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঘুষ- বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের দুইজনকে ও জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে লেকহেড স্কুলের মালিক খালেদ হোসেন মতিনকে রোববার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।

বিজ্ঞাপন

সোমবার রাতে ওই তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, বন্ধ থাকা লেকহেড গ্রামার স্কুল খুলে দিতে খালেদ হোসেন মতিনের সঙ্গে সাড়ে চার লাখ টাকার ঘুষ চুক্তি করেন তারা। আটকের সময় উচ্চমান সহকারী নাসির উদ্দিনের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকাও জব্দ করা হয়।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরইমধ্যে দুদক তথ্য-প্রমাণ সংগ্রহ করা শুরু করেছে।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন