বিজ্ঞাপন

কারা প্রশাসনের কেউ মাদক যোগান দিলে কঠোর ব্যবস্থা: রাষ্ট্রপতি

March 20, 2018 | 4:39 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

গাজীপুর: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, কারাগারে বন্দিদের বড় একটি অংশ মাদক মামলায় আটক। এ সব ব্যক্তিরা যাতে কারাগারে মাদক সেবন বা ব্যবসায় জড়িয়ে না পড়ে সে দিকে কারা কর্তৃপক্ষকে নজরদারি করতে হবে। কারাগারে মাদক যোগানদাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার (২০ মার্চ) ‌গাজীপু‌রের কা‌শিমপুর কারাগা‌রে ‘কারা সপ্তাহ’ উদ্বোধন অনুষ্ঠা‌নের প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ।

রাষ্ট্রপতি বলেন, মনে রাখতে হবে, একজন বন্দি যখন কারাগারে আসে তখন তার সব দায়দায়িত্ব কারা কর্তৃপক্ষের।

বিজ্ঞাপন

তিনি বলেন, দীর্ঘদিন সাজাপ্রাপ্ত বন্দিদের মুক্তির পূর্বে পুন:সামাজিকীকরণ এবং মক্তির পর নতুন জীবন শুরুর প্রস্তুতিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এটি বাস্তবায়িত হলে বন্দিদের প্রাকমুক্তি পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হবে। কারবন্দিরা আত্মবিশ্বাসী হয়ে উঠবে যা পুন:অপরাধ রোধে সহায়ক হবে।

এর আগে বেলুন উড়িয়ে কারা সপ্তাহে সূচনা করেন এবং কারারক্ষীদের প্রদর্শিত কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে কারাগারকে নিরাপদ রাখার কাজে সাফল্যজনক কর্মকাণ্ডের জন্য সেরা সাত কারা কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এমএইচ/জেএএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন