বিজ্ঞাপন

কারা সুযোগ পেলো ফুটবল একাডেমিতে?

February 20, 2019 | 6:41 pm

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ রাজধানীর বেরাইদে গড়ে উঠছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফুটবল একাডেমি। চলতি বছরের মার্চ মাস থেকে ফুটবলার গড়ার আবাসিকস্থলে শুরু হবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ। দেশজুড়ে উদীয়মান ফুটবলারদের বাছাইকৃত সেই একাডেমিতে ফুটবল শেখার সুযোগ তৈরি করছে ফেডারেশন।

বিজ্ঞাপন

ইতোমধ্যে দেশব্যাপী ফুটবলারদের বাছাই করে রাজধানীতে এনে চূড়ান্ত ট্রায়াল নেয়া হয়েছে। চূড়ান্ত তালিকাও তৈরি করে ফেলেছে বাফুফের নিয়োজিত নির্বাচক দল।

বাছাইয়ের লক্ষ্যে চলতি বছরের ২৬ জানুয়ারি হতে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সকল জেলা থেকে অনূ: ১৫/১৬ ও অনূ: ১৮/১৯ বয়সের খেলোয়াড়দের ট্রায়ালের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাই শেষে ওই খেলোয়াড়দের নিয়ে গত ১২-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভাগীয় পর্যায়ে পুনরায় বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। সেখানে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চূড়ান্ত ট্রায়াল হয়েছে।

ইতোমধ্যে ট্রায়ালের মাধ্যমে চূড়ান্ত তালিকাও করা হয়েছে বলে জানা যায়। দেশব্যাপী বিভিন্ন জেলার ফুটবলারসহ সাফ জয়ী অনূর্ধ্ব-১৫ বয়সের ফুটবলাররাও এখানে জায়গা পাচ্ছেন।

বিজ্ঞাপন

চূড়ান্ত তালিকাসহ একাডেমির যাবতীয় বিষয় বাফুফে জানাবে আগামী একদিন পর শুক্রবার (২২ ফেব্রুয়ারি।

সারাবাংলা/জেএইচ

আরও পড়ুন

বিজ্ঞাপন

কে পেতে চাও ‘বাফুফে ফুটবল একাডেমির’ টিকিট?

ফুটবল একাডেমি: টাকা জলে নাকি পরিকল্পনা?

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন