বিজ্ঞাপন

কার মরদেহ কোথায় দাফন

March 19, 2018 | 8:26 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: নেপালে-ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহত ২৬ বাংলাদেশীর ২৩ জনের মরদেহ ঢাকায় এসে পৌঁছালে আর্মি স্টেডিয়াম থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর স্বজনরা প্রিয়জনের লাশ নিজ নিজ এলাকায় সৎকার করার জন্য রওনা হয়েছেন।

কার মরদেহ কোথায় যাবে তা আগেই লাশবাহী গাড়িতে কাগজে লিখে দেওয়া হয়। সেই অনুযায়ী ক্যাপ্টেন আবিদ হাসানের মরদেহ যাবে ক্যান্টনমেন্টে। সেখানে পরিবারের লোকজনের শেষ দেখা করে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন

 

সহকারী পাইলট পৃথুলা রশিদের মরদেহ যাবে মিরপুরে। সেখানে পরিবারের লোকজনের সঙ্গে শেষ সাক্ষাতের পর মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে।

মো. খাজা হোসেন শফির মরদেহ যাবে পুরান ঢাকা। সেখানে বেগমবাজার কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন

শারমিন আক্তার নাবিলার মরদেহ যাবে তেজগাঁও নাখালপাড়ায়। নাখালপাড়া কবরস্থানে দাফন করা হবে।

রাকিবুল হাসানের মরদেহ তার স্বজনরা নিয়ে যাবে সিরাজগঞ্জের চৌহালি উপজেলায়। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রিয়ক ও প্রিয়ম্ময়ী তামারার মরদেহ নিয়ে যাওয়া হবে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা এলাকায়। সেখানে তাদের দুজনকে দাফন করা হবে।

রেজা তাহিরা তানভির শশীর মরদেহ তার স্বজনরা নিয়ে যাবে ঢাকার মিরপুরের দক্ষিণ পীরের বাগ। ২০৭/১/এ বাসায় নেওয়ার পর তাকে মিরপুর কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন

বিলকিস আরার মরদেহ তার স্বজনরা নিয়ে যাবে রাজশাহী শহরের শাহ মখদুম থানার সপুরা নওদাপাড়া এলাকায়। সেখানে তাকে দাফন করা হবে।

সাংবাদিক আহমেদ ফয়সালের মরদেহ তার স্বজনেরা নিয়ে যাবে রাজধানীর জিগাতলা এলাকার ১০/এ নাম্বার বাসায়। তার আগে রাত ৮টায় ডিআরইউতে জানাযা করবেন সাংবাদিকরা। এরপর তাকে শরীয়তপুরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে।

মো. ইমাম হাসান ও তার স্ত্রী হুরুন নাহার বিলকিস বানু বেগমের লাশ তার স্বজনেরা পঞ্চগড়ে নিয়ে যাবেন। সেখানে তাদের দাফন সম্পন্ন করা হবে।

মিসেস আখতারা বেগমের লাশ নিয়ে যাওয়া হবে রাজশাহী শহরের বোয়ালিয়া থানার উপশহর এলাকায়। সেখানে তার দাফন সম্পন্ন হবে।

 

 

নাজিয়া আফরিন চৌধুরীর লাশ তার স্বজনেরা নিয়ে যাবে পুরান ঢাকার ওয়ারী থানার টিপু সুলতান রোডে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

মো. রফিকুজ্জামান, স্ত্রী সানজিদা হক ও তার সন্তান অনিরুদ্ধ জামানের মরদেহ নিয়ে যাওয়া হবে রাজধানীর শুক্রাবাদ এলাকায়। পরে তাদের আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

মিনহাজ বিন নাসিরের মরদেহ নেওয়া হবে মহাখালীর নিউ ডিওএইচএস এলাকার ২১ নম্বর রোডের ৩০৯ নম্বর বাসায়।

আখি মনির মরদেহ তার স্বজনরা নিয়ে যাবে খিলগাও থানাধীন পূর্ব রামপুরার ৩৩৭/১ বাসায়।

এস এম মাহমুদুর রহমানের মরদেহ নেওয়া হবে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায়। সেখানেই তাকে দাফন করা হবে।

মো. মতিউর রহমানের মরদেহ নেওয়া হবে ফেনী জেলার সোনাগাজী উপজেলার কাজিরহাটে। সেখানেই তাকে দাফন সম্পন্ন করবেন তার স্বজনেরা।

মো. নুরুজ্জামানের মরদেহ নেওয়া হবে ঢাকার সাভার এলাকার মিরপুর বাজারে। সেখানেই তাকে দাফন করা হবে।

উম্মে সালমার মরদেহ নেওয়া হবে টাঙ্গাইল সদরের দিঘুলিয়া এলাকায়। সেখানেই তাকে দাফন করা হবে।

 

সারাবাংলা/ইউজে/এমআই

আরও পড়ুন:

মরদেহ বুঝে নিলেন স্বজনেরা

ঢাকার পথে কফিনবাহী বিমান
নেপাল থেকে মরদেহ আসছে আজ, জানাজা আর্মি 
মেন্টাল ট্রমায় শাহরিন,শারীরিক অবস্থা স্থিতিশীল
বৃহস্পতিবার সারাদেশে শোক, শুক্রবার প্রার্থনা
কটেশ্বরের দমকা পাহাড়ি হাওয়া কেড়ে নিলো ৫১ প্রাণ!
নেপালের বিমানবন্দরে ৭০টির বেশি দুর্ঘটনা
পরিবারগুলোর জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি : প্রধানমন্ত্রী
কাঠমান্ডুর প্লেন দুর্ঘটনায় জাতিসংঘের শোক
নেপালে গেল বাংলাদেশের মেডিকেল টিম
৭ জনকে ছাড়পত্র, দেশে ফিরছেন ৪ জন
দেশে ফিরছে শাহরিন, রেজওয়ানুল ভর্তি সিঙ্গাপুরে
তদন্তে লাগতে পারে দীর্ঘ সময় : সিভিল অ্যাভিয়েশন
ঢামেকে নেওয়া হচ্ছে শাহরিনকে, প্রস্তুত আইসিইউ
দেশে ফিরছেন আরও ৩ জন
উড়োজাহাজ দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া-প্রার্থনা
আর্মি স্টেডিয়ামের পথে মরদেহবাহী অ্যাম্বুলেন্স, অপেক্ষায় স্বজনরা
ঢাকায় পৌঁঁছেছে মরদেহ, গ্রহণ করবেন ওবায়দুল কাদের

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন