বিজ্ঞাপন

কাশ্মীরে বন্দুক যুদ্ধে জইস-ই কমান্ডার নিহত

December 26, 2017 | 4:23 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় যৌথ বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে সংগঠন জইস-ই-মোহাম্মদ (জেইএম)-এর শীর্ষ কমান্ডার নূর মোহাম্মদ তান্ত্রী (৪৭) নিহত হয়েছে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ২৮ কিলোমিটার দক্ষিণে পুলওয়ামা জেলার শ্যামবুরা এলাকায় বন্দুক যুদ্ধের এই ঘটনা ঘটে।

পুলওয়ামা জেলার একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, ‘গোয়েন্দা সূত্রের খবরের ভিত্তিতে যৌথ বাহিনী গ্রামটিতে অভিযান চালায়। এ সময় সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে জইস-ই মোহাম্মদ এর শীর্ষ কমান্ডার নিহত হয়।’

বিজ্ঞাপন

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘শ্রীনগর-জম্মু হাইওয়েতে বড় ধরনের সামরিক বহরে হামলার পরিকল্পনা করছিল জঙ্গিদের। এখন পর্যন্ত এক জঙ্গির লাশ উদ্ধার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে। বন্দুক যুদ্ধে এক পুলিশ সদস্যও আহত হয়েছে।’

সারাবাংলা/এমএইচটি/আইজেকে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন