বিজ্ঞাপন

কুয়াশা নামলো নদীতে

November 14, 2018 | 10:08 am

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

বিজ্ঞাপন

একটু একটু শীত আসছে আর আস্তে আস্তে প্রকৃতি তার রূপ, রঙ, গন্ধ, স্পর্শের খোলস খুলছে। আমাদের আলমারির উপরের তাকে তুলে রাখা শীতের পোশাকগুলোর মতো তারও তো কত বৈশিষ্ট্য তুলে রাখা ছিল!

সেই রেশ ধরে কুয়াশা নেমে আসা শুরু করেছে বেশ কদিন হলো। এখন খবর হচ্ছে নদী পথেও তারা বেশ জাঁকিয়ে বসেছে। এখন নিত্য নিত্যই তার প্রভাব পড়বে নৌ চলাচলে।

এদিকে সেই যে ঢাক ঢোল বাজনা বাজিয়ে ঘূর্ণিঝড় গাজা বঙ্গোপসাগরে ছিল সে এখনও পশ্চিম ও দক্ষিণপশ্চিম দিকে পথ বেছে নিয়েছে। তো আমরা যেহেতু সেই ঘূর্ণিঝড়ের উত্তরে আছি, আপাতত আমাদের জন্য দুই নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। মনে সাহস রাখেন, কিচ্ছু হবে না।

বিজ্ঞাপন

তবে একটা ঘূর্ণিঝড় এসেছে একদম তো কিছু টের পাওয়া যাবে না তা না। আকাশে একটু মেঘ মেঘ তো হতেই পারে, ওদিকে রোদও তো পথ ছাড়ছে না, আজও ২৯ ডিগ্রি তাপমাত্রা! ওরে বাবা কীসের এত তেজ তো শীতকালে বল দেখি?

আকাশের মেঘের সঙ্গে আর্দ্রতার গভীর সম্পর্ক আছে। তো আর্দ্রতার বিষয়ও আছে, মেঘের জোর আছে তো সেও বেশি বেশি আছে। মেঘ নেই তারও খবর নেই।

তাই আজকের দিনটিতে ত্বকের আর্দ্রতা নিয়ে একটু বিপাকে পরতে হবে। ব্যাগে একটা ক্রিম ফেলে রাখাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে।

বিজ্ঞাপন

শুভ কাটুক দিনটি।

সারাবাংলা/এমএ/

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন