বিজ্ঞাপন

কেমন যাচ্ছে মাশরাফি-মুশফিক-তাসকিনদের বিপিএল

January 20, 2019 | 3:02 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

চলমান বিপিএল অর্ধেকের মতো পথ পাড়ি দিয়েছে। মোট ৪৬ ম্যাচের এই আসরের ২২টি ম্যাচ শেষ। ঢাকার পর সিলেটে অনুষ্ঠিত হয় এবারের আসরের ম্যাচ। ঢাকায় প্রথম পর্বে ১৪ ম্যাচের পর সিলেটে হয় আরও ৮টি ম্যাচ। বিপিএল আবারো ঢাকায় ফিরে আসছে। আগামীকাল থেকে শুরু ঢাকার দ্বিতীয় পর্ব।

ষষ্ঠ আসরের ২২টি ম্যাচ শেষে কে কোথায় এগিয়ে চলুক সেটি দেখে নেওয়া যাক:

সর্বোচ্চ রান
১। রিলে রুশো-রংপুর রাইডার্স: ৭ ম্যাচে ৩৪৯ রান, সর্বোচ্চ ৮৩, ব্যাটিং গড় ৮৭.২৫, ফিফটি ৪টি
২। নিকোলাস পুরান-সিলেট সিক্সার্স: ৭ ম্যাচে ২৪৪ রান, সর্বোচ্চ ৭২, ব্যাটিং গড় ৪৮.৮০, ফিফটি ২টি
৩। ডেভিড ওয়ার্নার-সিলেট সিক্সার্স: ৭ ম্যাচে ২২৩ রান, সর্বোচ্চ ৬৩, ব্যাটিং গড় ৩৭.১৬, ফিফটি ৩টি
৪। জুনায়েদ সিদ্দিকী-খুলনা টাইটান্স: ৭ ম্যাচে ২০৩ রান, সর্বোচ্চ ৭০, ব্যাটিং গড় ২৯.০০, ফিফটি ১টি
৫। মুশফিকুর রহিম-চিটাগং ভাইকিংস: ৫ ম্যাচে ১৯১ রান, সর্বোচ্চ ৭৫, ব্যাটিং গড় ৩৮.২০, ফিফটি ২টি

বিজ্ঞাপন

সর্বোচ্চ ছক্কা
১। নিকোলাস পুরান-সিলেট সিক্সার্স: ১৮টি, স্ট্রাইক রেট ১৫৫.৪১
২। রিলে রুশো-রংপুর রাইডার্স: ১৩টি, স্ট্রাইক রেট ১৪৪.২১
৩। হজরতউল্লাহ জাজাই-ঢাকা ডায়নামাইটস: ১২টি, স্ট্রাইক রেট ১৬২.২২
৪। আন্দ্রে রাসেল-ঢাকা ডায়নামাইটস: ১২টি, স্ট্রাইক রেট ১৪৩.৬৭
৫। জুনায়েদ সিদ্দিকী-খুলনা টাইটান্স: ১০টি, স্ট্রাইক রেট ১৪২.৯৫

সর্বোচ্চ উইকেট
১। তাসকিন আহমেদ-সিলেট সিক্সার্স: ৭ ম্যাচে ১৪টি, ইনিংসে চার উইকেট দুইবার
২। শফিউল ইসলাম-রংপুর রাইডার্স: ৭ম্যাচে ১৩টি, ইনিংসে চার উইকেট নাই
৩। মাশরাফি বিন মর্তুজা-রংপুর রাইডার্স: ৭ ম্যাচে ১২টি, ইনিংসে চার উইকেট একবার
৪। সাকিব আল হাসান-ঢাকা ডায়নামাইটস: ৬ ম্যাচে ১০টি, ইনিংসে চার উইকেট নাই
৫। রবি ফ্রাইলিঙ্ক-চিটাগং ভাইকিংস: ৪ ম্যাচে ৯টি, ইনিংসে চার উইকেট একবার

বেস্ট বোলিং ফিগার
১। মাশরাফি বিন মর্তুজা-রংপুর রাইডার্স: ৪-১-১১-৪
২। রবি ফ্রাইলিঙ্ক-চিটাগং ভাইকিংস: ৪-০-১৪-৪
৩। মেহেদি হাসান-কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ৪-০-২২-৪
৪। আলিস ইসলাম-ঢাকা ডায়নামাইটস: ৪-০-২৬-৪
৫। তাসকিন আহমেদ-সিলেট সিক্সার্স: ৪-০-২৮-৪

বিজ্ঞাপন

সর্বোচ্চ ক্যাচ
৬টি করে ক্যাচ নিয়েছেন তিনজন, খুলনার কার্লোস ব্রাথওয়েইট, রাজশাহীর লরি ইভান্স এবং সিলেটের সাব্বির রহমান। ৫টি করে ক্যাচ নিয়েছেন খুলনার নাজমুল হোসেন শান্ত, ঢাকার কাইরন পোলার্ড, রুবেল হোসেন, আন্দ্রে রাসেল, কুমিল্লার তামিম ইকবাল এবং রংপুরের ফরহাদ রেজা।

সর্বোচ্চ জুটি
১। রিলে রুশো-মোহাম্মদ মিঠুন-রংপুর রাইডার্স-তৃতীয় উইকেট জুটিতে ১২১
২। হজরতউল্লাহ জাজাই-সুনীল নারাইন-ঢাকা ডায়নামাইটস-ওপেনিং জুটিতে ১১৬
৩। তামিম ইকবাল-এনামুল বিজয়-কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ওপেনিং জুটিতে ১১৫
৪। রিলে রুশো-রবি বোপারা-রংপুর রাইডার্স-চতুর্থ উইকেট জুটিতে ১০৪*
৭। মোহাম্মদ সাইফুদ্দিন-থিসারা পেরেরা-কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ষষ্ঠ উইকেট জুটিতে ৯৮*

সর্বোচ্চ দলীয় সংগ্রহ
১। চিটাগং ভাইকিংস-২১৪/৪, প্রতিপক্ষ খুলনা টাইটান্স
২। রংপুর রাইডার্স-১৯৫/৬, প্রতিপক্ষ সিলেট সিক্সার্স
৩। সিলেট সিক্সার্স-১৯৪/৪, প্রতিপক্ষ রংপুর রাইডার্স
৪। ঢাকা ডায়নামাইটস-১৯২/৬, প্রতিপক্ষ খুলনা টাইটান্স
৫। ঢাকা ডায়নামাইটস-১৮৯/৫, প্রতিপক্ষ রাজশাহী কিংস

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন