বিজ্ঞাপন

কেমন হলো ডেডপুল টু

March 22, 2018 | 12:40 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিজ্ঞাপন

সুপারহিরো বলতে যা বোঝেন দর্শক, সেই ধারণাকে পাল্টে দিয়েছে ডেডপুল। এত মজার, দুষ্টু সুপারহিরো দ্বিতীয়টি নেই। ২০১৬ সালে ‘ডেডপুল’ ছবিটি মুক্তির পর এমন মন্তব্যই করেন সবাই। বক্স অফিস মাত করে ৭৮৩ মিলিয়ন ইউএস ডলার আয় করে নেয় ছবিটি।

জনপ্রিয়তার সেই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ছবির সিক্যুয়াল ‘ডেডপুল টু’। সবার ধারণা এবার আরও মজার, হাসির আর দুষ্টুমিতে ভরপুর থাকবে ‘ডেডপুল টু’। আসছে মে মাসে মুক্তি পাবে ছবিটি।

বিজ্ঞাপন

মুক্তির আগে কিছু বিশেষ প্রদর্শনীর আয়োজন করে সিনেমা সংশ্লিষ্টরা। দুই বার বিভিন্ন ধরনের দর্শকদের সামনে প্রদর্শিত হয় ছবিটি। আর তাতে ৯৮ ও ৯৪ করে নম্বর পেয়েছে ‘ডেডপুল টু’। প্রথম কিস্তিতে এই নম্বর ছিল ৯১।

ছবি দেখে দর্শক ও সিনেমা সংশ্লিষ্টরা বিভিন্ন মতামত দিয়েছেন। যার প্রায় সবগুলোই খুব ইতিবাচক। কিছু পরামর্শের ভিত্তিতে গত মাসে ‘ডেডপুল টু’ সিনেমার কিছু দৃশ্য পুনঃদৃশ্যায়ন করা হয়। সেগুলো দর্শকদের আরও আনন্দ দিয়েছে বলে জানিয়েছেন পরিচালক রায়ান রেনল্ডস।

সারাবাংলা/পিএ/পিএম 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন