বিজ্ঞাপন

কোচের সঙ্গে ব্রাজিল ফুটবলারের ধাক্কাধাক্কি

April 19, 2018 | 2:40 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ফুটবলের ম্যাচ চলাকালীন সময়ে বদলি খেলোয়াড় মাঠে নামানো হয় কোচের ইচ্ছাতেই, এটাই নিয়ম। কিন্তু বলিভিয়ার প্রথম বিভাগের লিগে সেই নিয়ম ভেঙেই অপেশাদারি আচরণ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার থিয়াগো দোস সান্তোস।

বলিভিয়ার প্রথম বিভাগের লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল নাসিওনাল পতোসি এবং স্পোর্টস বয়েজ নামের দুটি ক্লাব। নাসিওনাল পতোসির হয়ে মাঠে নেমেছিলেন দোস সান্তোস, আর কোচের দায়িত্বে ছিলেন আর্জেন্টিনার এদগার্দো মালবেসতিতি।

ম্যাচের ৩৪ মিনিটে দোস সান্তোসকে মাঠ থেকে উঠিয়ে নেন মালবেসতিতি। দ্রুত মাঠ ছাড়ার ব্যাপারটা সহজভাবে নেননি ব্রাজিলিয়ান ফুটবলার। মাঠ ছাড়ার সময় বদলি খেলোয়াড়ের সঙ্গে হাত মেলাননি তিনি, উল্টো মাঠ ছাড়ার সময় কোচকে জোরে ধাক্কা দেন। এরপর আক্রমণাত্মক আচরণ করতে থাকেন। পরবর্তীতে নিরাপত্তা রক্ষীরা তাকে সরিয়ে নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত এই ম্যাচে স্পোর্টস বয়েজের কাছে ৪-০ ব্যবধানে হেরেছে নাসিওনাল পতোসি। তবে এমন আচরণ হতাশাজনক বললেন দলটির প্রেসিডেন্ট উইলফ্রেডো কনডোরি। স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘তাকে (দোস সান্তোস) এই ক্লাবে রাখা হবে না, তাকে শাস্তি দেয়া হবে।’

কোচ এদগার্দো মালবেসতিতি এই ঘটনায় হতবাক। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘আমি সারারাত ঘুমাতে পারিনি, এটাই সত্যি। দলের খেলোয়াড় আমার সঙ্গে এমন আচরণ করেছে এটা আমার জন্য লজ্জার।’

দ্রুত বদলি খেলোয়াড় মাঠে নামানোর কারনটা অবশ্য জানিয়েছেন কোচ, ‘এর আগে এমন বাজে অভিজ্ঞতা আমার হয়নি। আমি খেলোয়াড় বদল করেছি এর পেছনে কৌশলগত কারণ ছিল। দলের উন্নতির জন্যেই কাজটি করেছি। এই ঘটনা খেলোয়াড়দের উপর প্রভাব ফেলেছে।’

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন