বিজ্ঞাপন

কোয়ার্টারে ফেদেরার

March 15, 2018 | 2:11 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্টের শেষ আটের টিকিট পেয়েছেন শীর্ষ বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ফেদেরারের প্রতিপক্ষ ছিল ফ্রান্সের তারকা জেরেমি চার্ডি। ৩১ বছর বয়সী চার্ডি গত বছর ডেভিস কাপের চ্যাম্পিয়ন।

ফেদেরার জয় তুলে নিয়েছেন ৭-৫, ৬-৪ গেমে। শেষ আটে ফেদেরারের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার চ্যাঙ হিওন। ২১ বছর বয়সী এই টেনিস তারকা শেষ আটে উঠতে ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন আর্জেন্টিনায় জন্ম নেওয়া উরুগুয়ের ৩২ বছর বয়সী পাবলো কুয়েভাসকে।

এর আগে শেষ ষোলো নিশ্চিতে ফেদেরার হারিয়েছেন সার্বিয়ার ফিলিপ ক্রাজিনোভিককে। সরাসরি সেটে জয় তুলে নেন ফেদেরার। প্রথম সেটে জয় পান ৬-২ ব্যবধানে। আর দ্বিতীয় সেটে জয় তুলে নেন ৬-১ গেমে।

বিজ্ঞাপন

তারও আগে রাউন্ড অব সিক্সটি ফোরে বৃষ্টি বিঘ্নিত ম্যাচের প্রথম সেটে আর্জেন্টিনার অবাছাই ফেদেরিকো ডেলবোনিসকে হারান ফেদেরার। প্রথম সেটে জিতেছিলেন ৬-৩ গেমে। আর দ্বিতীয় সেটে জিতেছিলেন ৭-৬ গেমে।

ইন্ডিয়ান ওয়েলসে পাঁচবার করে শিরোপা জিতেছেন ফেদেরার ও জোকোভিচ। তবে, এই আসরে জোকোভিচ বিদায় নিয়েছেন। প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে পরের রাউন্ডে কোর্টে নামবেন ফেদেরার।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন