বিজ্ঞাপন

‘ক্যাপ্টেন আবিদের স্ত্রী আফসানার অবস্থা সংকটাপন্ন’

March 20, 2018 | 12:44 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা :  নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলা উড়োজাহাজের প্রধান পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম তপির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার অবস্থা সংকটাপন্ন, আশঙ্কাজনক বলে মঙ্গলবার ব্রিফিংয়ে জানিয়েছেন আগারগাঁওয়ের ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. বদরুল আলম।

উড়োজাহাজ দুর্ঘটনায় আবিদের মৃত্যুর খবর শোনার পর স্ট্রোক হয় আফসানার। এ সময় তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে নিউরো সায়েন্স হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর নিউরো সায়েন্স হাসপাতালে অস্ত্রোপচার হয় আফসানার।

দুই দফা স্ট্রোক করার পর আফসানাকে অাইসিইউতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ডা. বদরুল আলম বলেন, ‘আফসানা খানমের অবস্থা সংকটাপন্ন, আশঙ্কাজনক, তিনি জীবিত আছেন। তার লিভার, কিডনি, হার্ট সচল রয়েছে। তবে তার ব্রেইন কাজ করছে না। প্রয়োজন হলে আগামীকাল আমরা আরেকটি সিটি স্ক্যান করব।’

‘ন্যাচারালি ডেথ না হওয়া পর্যন্ত আমরা কাউকে ‍মৃত ঘোষণা করতে পারি না’ বলেন এ চিকিৎসক।

উন্নত চিকিৎসার জন্য আফসানা খানমকে বাইরে নেওয়া সম্ভব কি না জানতে চাইলে ডা. বদরুল আলম বলেন, ‘এই মুহূর্তে তাকে বাইরে নেওয়া অসম্ভব। তার জন্য যে ভেন্টিলেশন দরকার তা এই মুহূর্তে সম্ভব নয়।’

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে ডা. বদরুল আলম

বদরুল আলম বলেন, ‘গত পরশু দিন আবার স্ট্রোক করেন আফসানা। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যেটিকে রিস্ট্রোক করা বলা হয়।’

তিনি জানান, অস্ত্রোপচারের পর আফসানার ব্রেইনের খুলির একটি অংশ রেখে দেওয়া হয়েছে। ব্রেইনের প্রেশার কমে এলে সেটি আবার লাগিয়ে দেওয়া হবে।’

বিজ্ঞাপন

আফসানার শারীরিক অবস্থা সম্পর্কে এ চিকিৎসক বলেন, ‘গতকাল ও আজকের অবস্থা অপরিবর্তিত। তার কিউনি, ইউরিন ফাংশন, লিভার, প্রেশার, হার্ট রেট ঠিক আছে। কিন্তু তিনি মেশিনের সাহায্যে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।’

‘তার চিকিৎসায় আগেই একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে মেডিকেল বোর্ডের সদস্যরা বসেছিলাম। বোর্ড সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা চলছে। আগামীকাল (বুধবার) সকাল ১০টায় সাত সদস্যের আরেকটি মেডিকেল বোর্ড গঠন করা হবে’- বলেন ডা. বদরুল।

সারাবাংলা/জেএ/একে

আরও পড়ুন

গভীর কোমায় ক্যাপ্টেন আবিদের স্ত্রী আফসানা
আবিদ সুলতানের ছেলে তামজিদ মাহি শোকে পাথর!

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন