বিজ্ঞাপন

ক্যাপ্টেন আবিদ সুলতান মারা গেছেন

March 13, 2018 | 10:37 am

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

নেপালে ইউএস বাংলার বিধ্বস্ত বিমানের পাইলট আবিদ সুলতান মারা গেছেন। আজ ভোর রাতে আবিদ সুলতানের উত্তরার বাসায় ইউএস বাংলা’র পক্ষ থেকে তার পরিবারকে এই তথ্য জানানো হয়। আবিদ সুলতানের এক স্বজন জানান, গতকালই আমরা খবর পেয়েছিলাম তিনি গুরুতর আহত, শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গেছে।

দুর্ঘটনার পর আশংকাজনক অবস্থায় ক্যাপ্টেন আবিদ সুলতানকে কাঠমান্ডুর নরভিক হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানেই তিনি মারা যান।

এর আগে কো পাইলট পৃথুলা রশিদ ও কেবিন ক্রু খাজা হোসেইন মোহাম্মদ শফি মৃত্যুর সংবাদ নিশ্চিত করে ইউএস বাংলা কর্তৃপক্ষ। একটি অসমর্থিত সূত্র থেকে জানা যায়, বাকি একজন কেবিন ক্রু  শামিমা আক্তারও নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক লোকের প্রাণহানীর ঘটনা ঘটেছে।

সারাবাংলা/পিএম

চোখে জল ও বুকে শঙ্কা নিয়ে নেপালের পথে স্বজনরা

বিজ্ঞাপন

‘০২’ আর ‘২০’র দ্বিধায় গেল ৫০ প্রাণ!

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন