বিজ্ঞাপন

ক্রাইস্টচার্চে কতজন বাংলাদেশির মৃত্যু, জানে না মন্ত্রণালয়!

March 17, 2019 | 10:11 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় কতজন বাংলাদেশি মারা গেছেন, তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান এখনও জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন মিডিয়ার বরাত দিয়ে আট জনের কথা জানালেও নিউজিল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুফিউর রহমান সর্বশেষ পাঁচ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে এ পরিস্থিতিতেও তাদের মধ্যে সমন্বয়ের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন মন্ত্রী।

রোববার (১৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে ‘আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ক্রাইস্টচার্চ থেকে ৫ বাংলাদেশির মরদেহ আনার প্রক্রিয়া শুরু সোমবার

এসময় নিউজিল্যান্ডে হামলার ঘটনায় কতজন বাংলাদেশি নিহত হয়েছে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের মিশন থেকে নিশ্চিত না হওয়া পর্যন্ত বলতে পারছি না। আমাদের মিশন এখনও সঠিক কোনো সংখ্যা দিতে পারেনি। কিন্তু গণমাধ্যমে আগে বলছিল চার জনের কথা, এখন শুনছি আট জনের কথা।

ওই ঘটনায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যদের নিরাপদ প্রত্যাবর্তনে স্বস্তি জানান মন্ত্রী। তবে মৃতের সংখ্যা বেড়ে যাওয়াকে দুঃসংবাদ বলেও অভিহিত করেন তিনি।

বিজ্ঞাপন

এ কে আবদুল মোমেন বলেন, নিউজিল্যান্ডে আমাদের কোনো মিশন ছিল না। সেখানে একজন কনস্যুলার আছেন। এছাড়া ক্যানবেরা থেকে দু’জন কর্মকর্তা ওখানে আছেন। কোনো ধরনের সহায়তা দরকার হলে আমরা সেটা করব। আমরা একটা হিসাবও করেছি, কত টাকা লাগবে দেশে লাশ আনতে। কেউ দেশে লাশ আনতে চাইলে আমরা তাদের সহায়তা করব।

তিনি বলেন, আমাদের মিশন এখনও কোনো প্রতিবেদন দেয়নি। ওইখানে হাসপাতাল থেকে সব তথ্য সঙ্গে সঙ্গে দেয় না।

এ ক্ষেত্রে কোনো ধরনের সমন্বয়নের ঘাটতি রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, সমন্বয়ের কোনো ঘাটতি নেই। তারা নিশ্চিত হলে তবেই আমাদের জানিয়ে দেয়। আমরা নিশ্চিত না হলে বলতে চাই না।’ অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীতে যখন খেলোয়াড়রা কোনো দেশে যাবে, তার আগে সেখানে সিকিউরিটি রেকি করার চিন্তা-ভাবনা করছি।

এদিকে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় সবশেষ ৫ জন বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুফিউর রহমান। রোববার (১৭ মার্চ) বিকেলে  সুফিউর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

সুফিউর রহমান টেলিফোনে জানান, সন্ত্রাসী হামলায় নিহত অর্ধশত ব্যক্তির মধ্যে পাঁচ বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে। আগামীকাল (সোমবার) থেকে মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৫ মার্চ) দুপুরে জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কের মসজিদ আল নূর ও শহরতলী লিনউডের মসজিদে হামলা চালায় এক বন্দুকধারী। হামলায় এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৮ জন। উগ্রবাদী শ্বেতাঙ্গ ভাবাদর্শের অস্ট্রেলীয় যুবক ব্রেন্টন ইউরোপের অভিবাসী মুসলিমদের ওপর ঘৃণার বশবর্তী হয়ে এই হামলা চালিয়েছেন বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাবেক রাষ্ট্রদূত একে এম আতিকুর রহমান। সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, শহীদ সন্তান ডা. নুজহাত চৌধুরা সাবেক সচিব নাসির উদ্দীন, ডিক্যাবের সাধারণ সম্পদাক ডা. নুরুল ইসলাম হাসিব।

সারাবাংলা/এজেডকে/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন