বিজ্ঞাপন

ক্রোয়েশিয়ার হয়ে আর খেলবেন না মানজুকিচ

August 14, 2018 | 6:54 pm

স্পোর্টস ডেস্ক।। 

বিজ্ঞাপন

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ফাইনালে স্বপ্নযাত্রার অন্যতম কাণ্ডারি ছিলেন। ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে করেছেন মহামূল্যবান একটা গোলও। তবে ক্রোয়েশিয়ার হয়ে সেসব এখন শুধুই স্মৃতি। আজ এক বার্তায় মারিও মানজুকিচ ঘোষণা দিয়েছেন, দেশের হয়ে আর খেলবেন না তিনি।

২০০৭ সালে দেশের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। এরপর ইউরো, বিশ্বকাপ অনেক টুর্নামেন্টেই খেলেছেন। তবে দেশের হয়ে সেরা সুযোগ এসেছিল এবার, সবাইকে অবাক করে দিয়ে ক্রোয়েশিয়া চলে গিয়েছিল ফাইনালে। সেখানে গোলও পেয়েছিলেন। শেষ পর্যন্ত আর শিরোপা জেতা হয়নি। কিন্তু ৩২ বছর বয়সেই এবার বিদায়ের ঘোষণা দিলেন। এক বার্তায় তিনি লিখেছেন, দেশের হয়ে তাঁর সেরাটা দিতে পেরে তিনি গর্বিত।

‘ক্রোয়েশিয়াকে আমি সবসময়ই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দেশের হয়ে বেশ কিছু দারুণ স্মৃতি আছে আমার। এমন একটা দলকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’

বিজ্ঞাপন

দেশের হয়ে ৮৫ ম্যাচে ৩৩ গোল আছে মানজুকিচের। তাঁর চেয়ে ক্রোয়েশিয়ার হয়ে বেশি গোল আছে শুধু ডেভর সুকারের। তবে দেশের হয়ে না খেললেও ক্লাব জুভেন্টাসের হয়ে চালিয়ে যাবেন খেলা।

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন