বিজ্ঞাপন

ক্লাব ছাড়ার সিদ্ধান্ত ওয়েঙ্গারের ছিল না!

April 26, 2018 | 5:45 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

১৯৯৬ সাল থেকে ক্লাবকে আগলে রেখেছিলেন নিজের মতো করে। ২২ বছর ধরে আর্সেনালেই কোচের দায়িত্বটা পালন করে আসছিলেন, কিন্তু দায়িত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্তটা দিলেন হুট করেই। তবে শেষদিকে এসে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার বললেন, দল ছাড়ার সিদ্ধান্তটা তার ছিল না।

আর্সেনাল ও তার নামটা বলতে গেলে সমার্থকই হয়ে গিয়েছিল। গত কয়েক মৌসুমে দলের পারফরম্যান্সটা চলছে নিরাশ করার মতোই। এরই মধ্যে ৬৮ বছর বয়সী এই কোচ গত শুক্রবারই (২০ এপ্রিল) জানিয়ে দিয়েছেন মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন।

এতো বছর পর ক্লাব ছাড়ার সময়টা ভাল হবে এমন আশা করতেই পারেন। কিন্তু তা আর হলো কই? এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাই ওয়েঙ্গার বললেন, ‘দল ছাড়ার সিদ্ধান্ত আমার ছিল না।’

বিজ্ঞাপন

এর আগে গত সপ্তাহে ওয়েঙ্গারের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন তার সাবেক শিষ্য ইয়ান রাইট। তিনিও বলেছিলেন ক্লাব ছাড়ার সিদ্ধান্ত ওয়েঙ্গার নেন নি, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। রাইটের কথাটাই অনেকটা সত্যি হলো।

তবে এ নিয়ে আর কথা বাড়াতে চান না ওয়েঙ্গার। আর্সেনালের এই কিংবদন্তি তাই বলে রাখলেন ক্লাব ছাড়ার পর কি করবেন, ‘আমি জানি না এরপর কি করবো। কিছুদিন বিশ্রামে নেবো কিনা জানি না, তবে কাজ করে যাবো এটাই জানি।’

কাজের জায়গায় সবসময় সততার মধ্যে দিয়েই কাজ করে গেছেন আর্সেনাল কোচ, ‘যেখানেই কাজ করেছি, সেখানেই নিজের পুরোটা দেয়ার চেষ্টা করেছি। এটা আমার জন্য গর্বের। চুক্তির শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবো। আপাতত সামনের ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছি।’

বিজ্ঞাপন

ক্লাবে শেষ সময়টা ঠিক কিভাবে যাচ্ছে ওয়েঙ্গারের? তবে যেভাবেই যাক, ওয়েঙ্গার চান শেষটা ভালোভাবেই হোক, ‘শেষটা কি ঠিক, আমার জানা নেই? এখন যেটা করা উচিৎ আমি সেটাই করছি। আমি চাই ওদের সঙ্গে শেষটা ভালোভাবেই হোক।’

দলের প্রতি আত্মবিশ্বাসের কমতি নেই আর্সেনাল কোচের, ‘আমি মনে করি এই দলটির যথেষ্ট যোগ্যতা আছে। মৌসুম জুড়ে দেখছি ছেলেরা চ্যালেঞ্জ চালিয়ে যাচ্ছে। ওরা সবসময় ইতিবাচক চিন্তা করে। আমি মনে করি ওরা স্পেশাল কিছু আশা করে।’

ইউরোপা লিগে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে সেমিফাইনালের প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে এই ম্যাচে জয় তুলে দলকে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে দিতে চান ওয়েঙ্গার। অন্যদিকে জয় উপহার দিয়ে আর্সেনাল বসের বিদায়টা স্মরণীয় করে রাখতে চান এই কিংবদন্তির শিষ্যরা।

ইউরোপা লিগের অন্য সেমিফাইনালে স্বাগতিক অলিম্পিক মার্শেই খেলবে সালজবুর্গের বিপক্ষে। ম্যাচ দুটি শুরু হবে রাত ১টা ৫মিনিটে।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন