বিজ্ঞাপন

মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন ‘বৈষম্য’র নির্মাতা ও অভিনেতা

January 17, 2018 | 4:25 pm

স্পেশাল করেপসন্ডেন্ট

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ‘বৈষম্য’ নামে ভিডিও এর নির্মাতা ও অভিনেতা নিজেদের কৃতকর্ম স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। বুধবার (১৭ জানুয়ারি) পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের কাছে তারা হাজিরা দেন।

এসময় তারা মামলা না দেওয়ার জন্য অনুরোধ জানান সাইবার ক্রাইম ইউনিটকে। একইসঙ্গে তারা মুচলেক দিয়েছেন, তারা আরেকটি ভিডিও বানিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইবেন। সেখানে বৈষম্য ভিডিওটি ভুল বার্তা দিয়েছে বলেও জানাবেন তারা।

জানা যায়, গতকাল ১৬ জানুয়ারি ‘বৈষম্য’ ভিডিওটির নির্মাতা হায়াত মাহমুদ এবং অভিনেতা সাব্বির অর্ণবের বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানানো হয়। এরপর আজ ১৭ জানুয়ারি নির্মাতা এবং অভিনেতা সাব্বির অর্ণবকে ফোন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে ডেকে আনা হয়। সেখানে তারা মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন।

বিজ্ঞাপন

একইসঙ্গে নির্মাতা এবং এই অভিনেতা ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে থাকা এ সংক্রান্ত সব ভিডিও ডিলিট করার দায়িত্বও নিয়েছেন।

অভিযোগকারী দলের সদস্য অপরাজিতা সঙ্গীতা সারাবাংলাকে জানান, গতকাল আমরা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করেছিলাম। ‘বৈষম্য’ নামের এই ভিডিও নারী বিদ্বেষমূলক এবং এটি সমাজে ভুল বার্তা দিচ্ছে। সে অভিযোগের প্রেক্ষিতেই এদেরকে সাইবার ক্রাইম ইউনিটে ডাকা হয়।

সারাবাংলা/জেএ/এনএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন