বিজ্ঞাপন

কড়া নিরাপত্তায় বিজয় সমাবেশ

January 19, 2019 | 10:54 am

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উৎসবস্থলের নিরাপত্তায় র‌্যাব-পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করছেন।

শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশ করবে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় দলটির পক্ষ থেকে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজয় উৎসব উপলক্ষে শনিবার (১৯ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলে দলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এমনকি বাস, ট্রেন ও লঞ্চে করে এসে সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যান ও আশেপাশের এলাকায় পুলিশের সরব উপস্থিতি। প্রস্তুত রয়েছে জলকামান, এপিসি ও রায়টকার। বোম্ব ডিসপোজাল ইউনিটও সতর্কাবস্থায় রয়েছে। রাস্তার মোড়ে মোড়ে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে র‌্যাবের টহল টিমও। সঙ্গে দেখা গেছে ডগ স্কোয়াডকে। নিরাপত্তার সুবিধার্তে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকাগুলোর সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: আ.লীগের বিজয় সমাবেশ আজ

বিজ্ঞাপন

পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার সারাবাংলাকে বলেন, ‘বিজয় উৎসবে লাখ লাখ মানুষের সমাগম হবে। এই সমাগম উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডগ স্কোয়াড ও মেটাল ডিটেকটর দিয়ে সমাবেশস্থল স্যুইপিং করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।’

ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ‘বিজয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন, তাই জোরালো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তার বাড়তি সতর্কতা হিসেবে মৎস্য ভবন মোড় থেকে শাহবাগের উভয়দিকের রাস্তায় জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। আশেপাশের সড়কেও যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে।’

আরও পড়ুন: নির্বাচনের সাফল্যে ১৯ জানুয়ারি বিজয় সমাবেশ করবে আ. লীগ

বিজ্ঞাপন

এদিকে, র‌্যাবের মিডিয়া শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান বলেন, ‘বিজয় উৎসবে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে না পারে সে জন্য রাজধানীতে র‌্যাবের এক হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।’

সারাবাংলা/ইউজে/এমএইচ

আরও পড়ুন

সমাবেশের জন্য প্রস্তুত মঞ্চ
গানে গানে শুরু হবে আ. লীগের সমাবেশ
বিজয় সমাবেশ ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন