বিজ্ঞাপন

কয়লা দুর্নীতি: সাবেক এমডিকে চলছে জিজ্ঞাসাবাদ

August 1, 2018 | 2:07 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি তদন্তে খনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল আওরঙ্গজেবকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১ আগস্ট) সকাল সাড়ে নয়টায় খনির সাবেক এই কর্মকর্তা দুদকে আসেন।

সকাল ১০ টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে সারাবাংলাকে জানিয়েছেন, দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
জানা গেছে, তদন্ত কমিটির প্রধান ও উপ-পরিচালক শামছুল আলম কোম্পানির সাবেক এই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

গত ৩০ জুলাই, কয়লা গায়েবের ঘটনায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শীর্ষ ২১ কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে খনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল আওরঙ্গজেবকে ১ আগস্ট দুদকে হাজির হতে বলা হয়।

বিজ্ঞাপন

এর আগে, কয়লা গায়েবের ঘটনা দুর্নীতির অনুসন্ধানে গত ২৩ জুলাই তিন সদস্যের তদন্ত কমিটি করে দুদক। দুদকের উপ পরিচালক শামছুল আলমকে প্রধান করে গঠিত এই তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন সহকারী পরিচালক এ এস এম সাজ্জাদ হোসেন ও উপসহকারী পরিচালক এ এস এম তাজুল ইসলাম। আর তদন্ত এই কমিটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দুদকের পরিচালক কাজী শফিক।

সারাবাংলা/ইএইচটি/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন