বিজ্ঞাপন

‘খালেদার নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে’

January 19, 2018 | 5:53 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

‘খালেদা জিয়ার নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে’- এমনটিই প্রত্যাশা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
শুক্রবার বিকেলে নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

ফখরুল বলেন, ‘আজকে দেশে গণতন্ত্র তিরোহিত হয়েছে, গণতন্ত্র হরণ করা হয়েছে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা সংগ্রাম করছি, আন্দোলন করছি। আসুন গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়ি। খালেদা জিয়ার নেতৃত্বেই গণতন্ত্র ফিরিয়ে আনবো।’

বিজ্ঞাপন

ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান। এরপর বেলুন ও সাদা কবুতর উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন তারা।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, শ্রমিক নেতা শাহ মো. আবু জাফর, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর (উত্তর) বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু, সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসানসহ কয়েক শ’ নেতা-কর্মী শোভাযাত্রায় অংশ নেন। এটি কাকরাইল মোড় হয়ে শান্তিনগর ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হয়।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ৬ষ্ঠ তলায় জিয়া স্মৃতি পাঠাগারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনের কেক কাটা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন ও জিয়া স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক জহির দীপ্তি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এটি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন