বিজ্ঞাপন

‘খালেদা জিয়া নয়, কারাগারে বাংলাদেশের গণতন্ত্র’

April 18, 2018 | 9:33 pm

।।  স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নয়, কারাগারে রয়েছে বাংলাদেশের গণতন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (১৮ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঢাকাস্থ লক্ষীপুর জেলা জাতীয়তাবাদী সম্মিলিত পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায়  তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীর মুক্তির দাবিতে এই সভার আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, ‘জনগণের অধিকার, আশা-আকাঙ্ক্ষা সব কিছু আজ কারারুদ্ধ হয়ে পড়েছে। এটাকে মুক্ত করতে হবে, আর মুক্ত করার জন্য যখন যা করা দরকার তখন সেটা করতে হবে। দেশের মানুষ যারা বিএনপি করে না তারাও চায় গণতন্ত্র মুক্তি পাক। আর খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত না করতে পারলে গণতন্ত্র মুক্তি পাবে না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল হবে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বর্তমান সরকারের শাসনামলে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। রিকশা চালক, ছোট দোকানদার থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ আজ অতিষ্ঠ। আওয়ামী লীগের নেতা-কর্মীদের অত্যাচারে নিজেদের হালাল উপার্জন তারা ভোগ করতে পারেন না। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না।’

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে এই বিএনপি নতা বলেন, ‘এরশাদ জাতীয়ভাবে স্বীকৃত স্বৈরাচার ও শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচার। আর এদের অধীনে আমরা শোষিত হচ্ছি।’

এ সময় দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নজরুল ইসলাম খান।

বিজ্ঞাপন

সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং আরও অনেকে।

সারাবাংলা/এমএমএইচ/আইএ/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন