বিজ্ঞাপন

খুলনায় সোহানের সেঞ্চুরি

September 20, 2018 | 7:04 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

বিপজ্জনক আউটফিল্ডের জন্য এইচপির দুই দলের ম্যাচে প্রথম দিন খেলা হয়েছিল ৫২ ওভার। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বৃষ্টির জন্য দ্বিতীয় দিনে খেলা হলো ২৬ ওভার। তবে এর মধ্যেই আলো ছড়িয়েছেন নুরুল হাসান সোহান, দিন শেষে ১৩৮ বলে অপরাজিত আছেন ১০১ রান করে। বিসিবি সবুজ দিন শেষে ৭৮ ওভারে ৯ উইকেট হারিয়ে করেছে ২৮৯ রান।

আগের দিন নুরুল হাসান অপরাজিত ছিলেন ২৮ রান করে। আজ সকালে মেহেদী হাসানকে নিয়ে যোগ করেন আরও ২৪ রান। মেহেদী ৩১ রান করে আউট হয়ে গেলেও অষ্টম উইকেটে তাইজুলকে নিয়ে নুরুল যোগ করেন আরও ৫২ রান। এর মধ্যে তাইজুলের অবদান ১২ রান। এক পাশ থেকে নিয়মিত উইকেট পড়তে থাকলেও নুরুল শেষ পর্যন্ত তুলে নিয়েছেন সেঞ্চুরি।

কালকের তিন উইকেটের পর আজ আরও একটি উইকেট পেয়েছেন অফ স্পিনার আল আমিন। তাইজুল ও কামরুল ইসলাম রাব্বিকে আউট করেছেন আবু জায়েদ। নুরুলের সঙ্গে দিন শেষে শূন্য রানে অপরাজিত ছিলেন খালেদ আহমেদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন