বিজ্ঞাপন

খুলনা বধে মাশরাফির ‘স্পিন’ জাল

December 4, 2017 | 11:30 am

সারাবাংলা প্রতিবেদক

বিজ্ঞাপন

টস ভাগ্য খুব একটা ভালো যাচ্ছিল না মাশরাফির। খুলনা টাইটানসের বিপক্ষেও টস হেরেছেন। তাতেই ব্যাটিংয়ে এসে ছোট পুজি নিয়েই খুলনাকে ১৯ রানের হারিয়েছে ম্যাশ বাহিনী। বোলিংয়ে এসে পাল্টেছেন কৌশল। স্কোয়াডে যোগ করেছেন তিনজন স্পিনার। ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছেন এই স্পিনাররাই।

খুলনার ভয়ংকর হতে থাকা শান্তকে সাজঘরে ফিরিয়েছেন স্পিনার নাজমুল হাসান। সোহাগ গাজীর বলে আউট হয়ে ফিরেছেন আফিফ হোসেন আর টুর্নামেন্টে দারুণ পারফর্মেন্স করা মাহমুদুল্লাহ রিয়াদকে ৬ রানে ফিরতে হয়েছে নাহিদের স্পিনে। এই স্পিন জাল বিছিয়ে ম্যাচের ভাগ্য নিজের নিয়ন্ত্রণে নিতে পেরেছেন বলে মনে করেন মাশরাফি বিন মুর্তজা, ‘আর্চারের উইকেট পেয়ে দারুণভাবে ম্যাচে ফিরি আমরা। এ ধরনের উইকেটে স্পিনাররা ম্যাচের ভাগ্য গড়ে দেয়। এটা মাথায় রেখেই আমরা তিনজন স্পিনার খেলিয়েছি এই ম্যাচে। ’

১০১ রানের মাথায় রংপুর ছয় উইকেট হারিয়ে যেখন বিপদের মুখে দাঁড়িয়ে অসাধারণ ফিফটি করা মিঠুককেও জয়ের কৃতিত্ব দিতে ভুলেন নি মাশরাফি, ‘মিঠুন আগের ম্যাচগুলোতে শেষ পর্যন্ত খেলতে পারেনি, এবার আমরা পেরেছি। ওর ইনিংসটার জন্যই আমরা জিততে পেরেছি ম্যাচটা।’

বিজ্ঞাপন

সবকিছু মিলে প্লেঅফে নিজেদের নিতে পারায় উচ্ছ্বসি তিনি ‘আমরা পরের রাউন্ডে যেতে পারছি, এই মুহূর্তে এটাই আমাদের কাছে আনন্দের।’

এদিকে ম্যাচ হেরেও প্লেঅফে থাকছে খুলনা টাইটান্স। তবে সামনে কুমিল্লার ম্যাচেই আপাতত চোখ অধিনায়ক মাহমুদউল্লাহ্‌ রিয়াদের, ‘ভালো খবর হচ্ছে, আমরা সেরা চারে আছি। একটা সুযোগ ছিল শীর্ষ দুইয়ে থাকার। সেটা হয়নি। অবশ্য এখনো আমাদের হাতে সুযোগ আছে। কুমিল্লার বিপক্ষে ম্যাচটা জিততে পারলে আমাদের সামনে সুযোগ তৈরিও হতে পারে। সেই চেষ্টাই থাকবে আমাদের।’

সারাবাংলা/জেএইচ/০৪ ডিসেম্বর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাসভুয়া তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার চেষ্টা!নিখোঁজের ২৫ দিন পর নদী থেকে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার সব খবর...
বিজ্ঞাপন