বিজ্ঞাপন

গরমে তিষ্ট প্রাণে শান্তির বারি

June 21, 2018 | 9:46 am

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

বিজ্ঞাপন

আষাঢ় মাস যতই আগাচ্ছে গরম যেন আরও শক্তিশালী হচ্ছে। আগে শুধু থার্মোমিটারে গরম বোঝা যেত ইদানিং সূর্যের এমন তাপ, গায়ের রঙ পোড়া দেখে গরম বোঝা যায়। যদিও কাগজে কলমে আজ সর্বোচ্চ তাপমাত্রা মাত্র ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

বর্ষা বেশ ডিপলোম্যাট অবস্থানে আছে যদিও. রোজ একবার একটু হলেও বৃষ্টি হচ্ছে, কাজেই বর্ষাকালে বৃষ্টি ফাঁকি দিচ্ছে এই অভিযোগের উপায় নেই। আজকেও একটা বা দুইটা ঝড় আসতে পারে। এমনি পশ্চিমা লঘুচাপের প্রভাবে সারাদেশেই কাল বৈশাখীর সম্ভাবনার কথা বলা হয়েছে।

আজ সারাদিন আকাশে ৯০ শাতাংশের উপরে মেঘ থাকবে, বাতাসের আর্দ্রতাও ৭০ শতাংশের উপরে থাকবে। তারপরেও সানস্ক্রিন এবং হালকা ময়েশ্চারাইজার ছাড়া বাড়ি থেকে বের না হওয়াই ভালো। সূর্যের যে তেজ ত্বক পুড়েও যাবে শুকিয়েও যাবে।

বিজ্ঞাপন

যেহেতু ঝড়ের পূর্বাভাস আছে আবার আকাশে অনেক মেঘের সমাগমও দেখা যাচ্ছে, ভালো হয় ছাতাটা নিয়ে বের হলেই। বৃষ্টি যদি নাও নামে তবে রোদে তো আরাম হবে।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন