বিজ্ঞাপন

গরুর ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ, ৬ জনের মৃত্যু            

August 20, 2018 | 9:30 am

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ফেনী : ফেনীতে গরু বোঝাই ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশু ও তিন নারীসহ ছয় জন মারা গেছেন। এসময় আহত হয়েছে অন্তত সাত জন। হতাহতরা সবাই মাইক্রোবাস যাত্রী।

সোমবার (২০ আগস্ট) ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, লক্ষ্মীপুর থেকে ছেড়ে মাইক্রোবাসটি চট্টগ্রাম যাচ্ছিল। পথে চট্রগ্রাম থেকে বিপরীত দিক থেকে আসছিল কোরবানির গরু বোঝাই একটি ট্রাক। সেটি মহাসড়ক থেকে ছাগলনাইয়া উপজেলা যাওয়ার জন্য ইউটার্ন নিয়ে রাস্তা পার হতেই মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসটির সঙ্গে। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস ও ট্রাকটির সামনের কিছু অংশ দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এসময় ঘটনাস্থল থেকে দুই শিশু সহ ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত সাত জনকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাতক্ষনিক ভাবে আহত ও নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ ।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন