বিজ্ঞাপন

গল্পটি ত্রিভুজ প্রেমের

November 22, 2018 | 2:55 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে খণ্ডনাটক নির্মাণ করেছেন হারুণ রুশো। নাটকের নাম ‘এবং বিচ্ছেদ এবং ভালোবাসা’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জোভান, নুসরাত জান্নাত রুহী এবং ফারজানা রিক্তা।

নাটকের গল্পে দেখা যাবে, অয়ন বিশ্বাদ্যালয়ের একজন ভালো ছাত্র। তার সঙ্গে রিক্তা নামে একটি মেয়ের পরিচয় হয়। কিন্তু অয়নের সঙ্গে বন্ধুত্ব থাকে  রিপা নামে একটি মেয়ের। তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একটা সময় তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। তাদের প্রেমের সবকিছু আড়াল থেকে খেয়াল করে রিক্তা।

রিপার সঙ্গে একটা সময় দুরত্ব সৃষ্টি হয় অয়নের। তখন অয়ন মানসিকভাবে ভেঙে পড়লে পাশে এসে দাঁড়ায় রিক্তা। তখন ঘটনা মোড় নেয় অন্যদিকে।

বিজ্ঞাপন

নাটক প্রসঙ্গে হারুণ রুশো সারাবাংলাকে বলেন, ‘এটি একটি ত্রিভুজ প্রেমের গল্পের নাটক। বিশ্ববিদ্যালয় জীবনে এরকম অনেক প্রেমে আমরা পড়ি। সেই প্রেমের চিত্রটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের কাছে নাটকটি ভালো লাগবে।’

সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকের দৃশ্যধারণের কাজ করা হয়েছে। আগামীকাল শুক্রবার (২৩ নভেম্বর) রাত ৯ টায় এসএ টিভিতে প্রচার হবে নাটকিটি।

সারাবাংলা/আরএসও/পিএ

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন