বিজ্ঞাপন

গাড়িতে মেয়াদহীন সিলিন্ডারের বিরুদ্ধে অভিযানের নির্দেশ কাদেরের

February 22, 2019 | 12:36 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: যানবাহনে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার গ্যাসের ব্যবহার বন্ধে ব্যবস্থা নিতে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’কে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন- ওয়াহেদ ম্যানশনে কেমিক্যাল ব্যবসার অনুমতি ছিল না

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারের আগুনে দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘নিয়মিত মনিটরিং করলে দুর্ঘটনা এড়ানো যেত। পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে অনতিবিলম্বে কেমিক্যাল গোডাউনগুলো সরিয়ে নিতে হবে। এসব গোডাউন এখানে রাখা যাবে না। এ বিষয়ে কোনো ধরনের গাফলতি আরও বড় ক্ষতি ডেকে আনবে।’

আরও পড়ুন- ‘কেমিক্যাল অবশ্যই ছিল, অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না’

এর আগে, বৃহস্পতিবার চকবাজারের চুড়িহাট্টায় আগুনে পুড়ে যাওয়া ওয়াহেদ ম্যানসন ও আশপাশের এলাকা পরিদর্শনে যান ওবায়দুল কাদের। সেসময় তিনি জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের পূর্ণ পুনর্বাসনের আগ পর্যন্ত সরকার তাদের পাশে থাকবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে চকবাজারের চুড়িহাট্টায়। আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া হাজী ওয়াহেদ ম্যানসনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ছিল কেমিক্যালের গোডাউন।

আরও পড়ুন- ৪৬ মরদেহ শনাক্ত, ৪৫টি স্বজনদের কাছে হস্তান্তর

প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন, ওই ভবনের সামনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত। পরে তা ওয়াহেদ ম্যানসনের দ্বিতীয় তলায় পৌঁছালে কেমিক্যালের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ভবনে। ভবনটির আন্ডারগ্রাউন্ডেও কেমিক্যালের গোডাউন রয়েছে। তবে সেখানে আগুন পৌঁছাতে পারেনি। সংশ্লিষ্টরা বলছেন, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট টানা ১২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আন্ডারগ্রাউন্ডের কেমিক্যাল গোডাউনে আগুন পৌঁছালে ক্ষয়ক্ষতি হতো আরও কয়েকগুণ। গোটা এলাকাই হয়তো আগুনে ঝলসে যেত।

সারাবাংলা/এসএ/টিআর

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন