বিজ্ঞাপন

গুয়াতেমালায় অগ্ন্যুৎপাতে ২৫ জনের প্রাণহানি, জরুরি অবস্থা জারি

June 4, 2018 | 12:10 pm

।।সারাবাংলা ডেস্ক।।

বিজ্ঞাপন

ঢাকা : মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতে অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় অন্তত শতাধিক মানুষ আহত হওয়ার খবর জানাচ্ছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

রোববার ওই আগ্নেয়গিরি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী, ছাই, পাথর ও লাভার স্রোত ছড়িয়ে পড়ে। ওই আগ্নেয়গিরিটি রাজধানী গুয়াতেমালা সিটি থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (কনরেড) জানাচ্ছে, উত্তপ্ত লাভা স্ত্রোত পার্শ্ববর্তী গ্রামে প্রবেশ করলে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়। এ সময় সেখানে আটকা পড়েন অনেকে এবং  তাদের কেউ কেউ মারাত্মকভাবে দগ্ধ হন।

বিজ্ঞাপন

আগ্নেয়গিরিটি থেকে প্রচুর পরিমাণে ছাই আকাশে ছড়িয়ে পড়ায় গুয়াতেমালা সিটির ‘লা আরোরা’ বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট জিমি মোরালেস জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন। তিনটি অঞ্চলকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখতেও বলেছেন তিনি।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, ১৯৭৪ সালের পর দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনা। কনরেড প্রধান সার্জিও কাবানাস স্থানীয় একটি রেডিও মাধ্যমকে বলেছেন, ‘লাভা স্ত্রোত পাহাড়ের পাদদেশের এল রোডিও নামক নগরীটির চেহারা পাল্টে দিয়েছে। সেখানে এখনো অনেকের আটকে থাকার শঙ্কা রয়েছে।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন