বিজ্ঞাপন

গোবরের কেরামতি দেখাতে গিয়ে সাপে কাটা রোগীর মৃত্যু

April 28, 2018 | 6:32 pm

।। কলকাতা থেকে ।।

বিজ্ঞাপন

গোবর তাদের কাছে পবিত্র। তাই গোবর দিয়েই সাপে কাটা রোগীকেও বাঁচিয়ে তোলা সম্ভব বলে মনে করতেন। এমন বিশ্বাস থেকেই এক সাপে কাটা রোগীকে গোবর চাপা দেওয়ায় পর মৃত্যু হয় সেই রোগীর।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের বুলন্দশহর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, উত্তরপ্রদেশের বুলন্দনগর এলাকার বাসিন্দা ৩৫ বছর বয়সী দেবন্দ্রী নামে এক নারী সকালে মাঠে কাঠ কুড়াতে গেলে সেখান থেকে সাপে কাটে। সঙ্গে সঙ্গে দেবন্দ্রী বাড়িতে এসে তার স্বামীকে বিষয়টি জানান। দেবন্দ্রীর স্বামী সাপেকাটা স্ত্রীর চিকিৎসার জন্য স্থানীয় এক ওঝাকে ডেকে আনেন।

বিজ্ঞাপন

এরপর ওই ওঝার পরামর্শে দেবন্দ্রীর স্বামী তার সারা শরীর গোবরের স্তুপ দিয়ে ঢেকে দেন।

তবে ওঝার ওই চিকিৎসার বিরুদ্ধে এলাকাবাসী আপত্তি করলেও তাদের কথা কানে তোলেননি দেবন্দ্রীর স্বামী এবং সেই ওঝা। এরপর প্রায় ঘন্টাখানেক দেবন্দ্রীকে গোবরের স্তুপের নীচে রাখার পর সে মারা যায়।

তবে ওই ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় সেই ওঝা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসপি/এমআই

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন