বিজ্ঞাপন

ঘরের মাদক ব্যবসায়ীদের আগে দমন করুন: মির্জা ফখরুল

May 21, 2018 | 7:59 pm

।। সিনিয়র ফটো করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: আইনশৃঙ্খলা বাহিনীর চলমান মাদকবিরোধী অভিযানের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আগে আপনাদের ঘরের মাদক ব্যবসায়ীকে দমন করুন। বাইরে যারা আছে, তাদের বিচার পরে করুন। আজ বিনাবিচারে ছয় জেলায় আপনারা ক্রসফায়ার করে ৯ জনকে মেরে ফেলেছেন।’

সোমবার (২১ মে) খেলাফত মজলিশের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আপনারা বিচারের নামে মানুষ হত্যা করছেন। আজ পত্র-প্রত্রিকার কোনো স্বাধীনতা নেই। সংবাদপত্রগুলো সব নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গেছেন। দেশের কোনো মানুষ নিরাপদে নেই।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘আমরা অনেক বড় বড় ইফতার পার্টি করি। কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী একটি পুরাতন স্যাঁতস্যাঁতে ঘরে ইফতার করছেন। এই জুলুমবাজ স্বৈরাচার অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে তিনবারের প্রধানমন্ত্রীকে এই জনবিচ্ছিন্ন সরকার আটকে রেখেছে। আজ আমাদের ভারাক্রান্ত হৃদয় নিয়ে ইফতার পার্টিতে যোগ দিতে হয়।’ এ সময় খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

ইফতার পার্টিতে অন্যান্যের মধ্যে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইব্রাহিম বীরপ্রতীক, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান মাওলানা আবদুর রকিব, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, জমিয়তে উলামায়ে ইসলাম সভাপতি মুফতী মুহম্মদ ওয়াক্কাস, মুসলিম লীগের মহাসচিব অ্যাড. শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, লেবার পার্টির (অপরাংশ) চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, ন্যাপের (ভাসানী) সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজে/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন