বিজ্ঞাপন

চকবাজার থেকে অবৈধ কারখানা সরানোর দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

February 22, 2019 | 5:36 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ‘আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, আমরা আর কোনো মৃত্যুর মিছিল দেখতে চাই না। আমাদেরকে বসবাসযোগ্য পুরান ঢাকা, একটি বসযোগ্য শহর নিশ্চিত করুন।’ শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে চকবাজারের উর্দুরোড মোড়ে চকবাজার থানা ছাত্রলীগ আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে চকবাজার ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন মুন্না বলেন, ‘ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি আমরা। সেই সঙ্গে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এমন ঘটনা কারও জন্যই কাম্য নয়। আজ যদি এলাকায় কেমিক্যালের কারখানা না থাকতো তাহলে এমন পরিস্থিতির শিকার হতাম না আমরা। যদি নিমতলী থেকে শিক্ষা নিতাম তাহলে আর কোনো মৃত্যুর মিছিল আমাদের দেখতে হতো না।’

তিনি দাবি জানিয়ে বলেন, ‘পুরান ঢাকার সব ধরনের কেমিকেল কারখানা ও গোডাউন দ্রুত সময়ের মধ্যে নিরাপদ স্থানে স্থানান্তিরত করতে হবে এবং আবাসিক ভবনে কোনো ধরনের বাণিজ্যিক কারখানাসহ কোনো কার্যক্রম থাকতে পারবে না। সেই সঙ্গে সব আবাসিক ভবন থেকে বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে।’

বিজ্ঞাপন

পুরান ঢাকার অবৈধ কারখানা অপসারণ না করলে আরও ভয়াবহ হতাহতের ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে উল্লেখ করে বক্তারা বলেন, ‘কাজেই আমরা আর কোনো মৃত্যুপুরীর শিকার হতে চাই না। তার আগেই এসব অবৈধ কারখানা অপসারণ করুন। আর কোনো মৃত্যুর মিছিল আমরা দেখতে চাই না।’

এসময় আগামী ১ সপ্তাহের মধ্যেই সব ভবনের বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানানো হয়।

সারাবাংলা/এসএইচ/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন