বিজ্ঞাপন

চলছে ডিরেক্টরস গিল্ড নির্বাচনের ভোট গ্রহণ

September 28, 2018 | 1:17 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ছোটপর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের দ্বি-বার্ষিক নির্বাচন। বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) প্রাঙ্গণে আজ (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এর আগে ডিরেক্টরস গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হত বাংলাদেশে শিশু একাডিমিতে। কিন্তু শিশু একাডেমিতে শিশুদের কয়েকটি অনুষ্ঠান থাকার কারণে ভোটকেন্দ্র সরিয়ে এফডিসিতে নেয়া হয়েছে।

ভোট দেয়া শেষে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা কামরুজ্জামান সাগর সারাবাংলাকে বলেন, ‘ডিরেক্টরস গিল্ডের সংবিধানে প্যানেল থেকে নির্বাচন করার নিয়ম নেই। আমি সেজন্য স্বতন্ত্র নির্বাচন করছি। প্যানেল থেকে নির্বাচন করা মানে মধ্যস্বত্ত্বভোগীদের সঙ্গে আপোস করা। অথচ নাটক বাঁচাতে আমাদের লড়াই মধ্যস্বত্ত্বভোগীর বিরুদ্ধে।’

বিজ্ঞাপন

কিন্তু প্রার্থীরা প্যানেল থেকে নির্বাচন করছেন এটা তো ঘোষিত না। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘এই প্যানেল ঘোষিত নয়, অঘোষিত। প্রার্থীরা নিজেরাই নিজেদের ভেতর প্যানেল তৈরী করে ফেলেছেন।’

এদিকে সাংগঠিক সম্পাদক পদে লড়াই করা রিয়াজুল রিজু বলেন, ‘আমার সেরকম কোন বড় চ্যানেল নেই। কারও ছত্রছায়াও নির্বাচন করছি না। আমি নির্বাচিত হলে গিল্ডের উন্নয়নের জন্য কাজ করব।’

বিজ্ঞাপন

এছাড়া ভোট দিতে আসা অন্যান্য নির্মাতারা ডিরেক্টরস গিল্ডের নির্বাচনকে পরিচালকদের পুনর্মিলনী বলছেন। একসঙ্গে সব নির্মাতার সঙ্গে দেখা হচ্ছে। এটা একটা উৎসবের মতো। এবারের নির্বাচনে ২০টি পদে ৫২ প্রার্থী লড়ছেন। এর মধ্যে সভাপতি পদে দু’জন, সহ-সভাপতি সাতজন, সাধারণ সম্পাদক তিনজন, যুগ্ম সাধারণ সম্পাদক চারজন, অর্থ সম্পাদক দু’জন, সাংগঠনিক সম্পাদক তিনজন, প্রচার সম্পাদক দু’জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ২৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৪৯০ জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খ্যাতিমান পরিচালক আমজাদ হোসেন।

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে আছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও এস এম মহসিন। আপিল বিভাগের চেয়ারম্যান রয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। এই কমিটির সদস্য হিসেবে আছেন নাট্যজন আবুল হায়াত ও সাইদুল আনাম টুটুল।

সারাবাংলা/আরএসও/পিএ

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন