বিজ্ঞাপন

চার বারে গিয়ে পারবেন সাকিবরা?

May 27, 2018 | 11:52 am

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তিনবার মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদ। তিনটি ম্যাচেই হায়দরাবাদকে হারিয়েছিল চেন্নাই। রোববার (২৭ মে) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসরের ফাইনালে আবারো মুখোমুখি হচ্ছে দুদল। শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১১ সালে টানা সাত মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতার হয়ে দুইবার ফাইনালে উঠে দুইবারের শিরোপাই জিতেছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। চলতি মৌসুমে হায়দরাবাদের প্রথমবার খেলেই আসরের ফাইনালে পা রাখলেন তিনি।

এবারের আসরে ২ কোটি রুপি খরচায় সাকিবকে কিনে নিয়েছিল হায়দ্রাবাদ। চলতি আসরে সবকটি ম্যাচেই মাঠে নেমেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। চলতি আসরে ১৬টি ম্যাচ খেলে ব্যাট হাতে ২১৬ রান এবং বল হাতে ১৪টি উইকেট নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

চেন্নাইয়ের বিপক্ষে এই ম্যাচ এ ম্যাচে হায়দরাবাদ জয় পেলে আইপিএলে এটি হবে সাকিবের জন্য তৃতীয় শিরোপা। এ পর্যন্ত সাকিব যতোবার ফাইনাল খেলেছেন, ততোবারই জিতেছে তার দল। এর আগে ২০১৬ সালের আইপিএল আসরের ফাইনালে উঠে শিরোপা জিতেছিল হায়দ্রাবাদ। দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে আবারও শিরোপা জয়ের সুযোগ থাকছে তাদের। তবে প্রতিপক্ষ যেহেতু ধোনির চেন্নাই, সেহেতু লড়াইটা জমবে সেয়ানে সেয়ানে।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন